ঢাবির শামসুন নাহার হল নির্যাতন দিবস আজ, প্রশাসনের নেই কোনো কর্মসূচি

২৩ জুলাই ২০২৫, ০৫:২২ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০৩:২৯ PM
তৎকালীন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ

তৎকালীন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ © টিডিসি সম্পাদিত

আজ ২৩ জুলাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন নাহার হল নির্যাতন দিবস। ২০০২ সালের এইদিনে বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের সাধারণ ছাত্রীদের ওপর রাতের অন্ধকারে পুলিশ নির্মম নির্যাতন চালায়। এর প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা তীব্র আন্দোলন গড়ে তোলে। আন্দোলনের মুখে টিকতে না পেরে পদত্যাগ করতে বাধ্য হন তৎকালীন ভিসি অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরী। দিনটির স্মরণে এবার হল এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো কর্মসূচি পালন করা হয়নি। তবে দুয়েকটি ছাত্রসংগঠন কর্মসূচি হাতে নিয়েছে।

২০০২ সালের ২৩ জুলাই রাতে শামসুন নাহার হলে ঢুকে পুলিশ ও বহিরাগত সন্ত্রাসীরা ছাত্রীদের ওপর নির্যাতন চালায়। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এই হামলায় বহু ছাত্রী আহত হন। পরদিন থেকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তৎকালীন ভিসি, প্রক্টর ও হলের প্রাধ্যক্ষ পদত্যাগ করতে বাধ্য হন। বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিবছর দিনটিকে ‘কালো দিবস’ হিসেবে পালন করতো। 

কিন্তু এ বছর বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শামসুন নাহার হল থেকে কোনো কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়নি। এদিকে, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শামসুন নাহার হল ট্র্যাজেডি ও ছাত্রী নির্যাতন প্রতিরোধ দিবস স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করার ঘোষণা দেওয়া হয়েছে। সন্ধ্যা ৭টায় রাজু ভাস্কর্যে এই কর্মসূচি পালন করা হবে। আর ছাত্র ফেডারেশন শামসুন নাহার হলের সামনে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করবে। এছাড়া ছাত্র ইউনিয়ন তাদের ফেসবুকের পেজে সেই দিনের ঘটনায় একটি ভিডিও চিত্র প্রকাশ করেছে।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানায়, এবার শামসুন নাহার হল নির্যাতন দিবস উপলক্ষে কোনো কর্মসূচি ছিল না।

মহিপুর থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করার প্রতিশ্রুতি বিএ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসির ২০ পরীক্ষা কেন্দ্র স্থগিত
  • ২৩ জানুয়ারি ২০২৬
কুমিল্লায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
২০১৯ সালের ডাকসুর মত নির্বাচনে ট্রাকের বিজয় ইতিহাসের আশা নু…
  • ২৩ জানুয়ারি ২০২৬
এনসিপি গাজীপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা
  • ২৩ জানুয়ারি ২০২৬
জনগণ চাঁদাবাজদের নির্বাচিত করতে চায় না: নূরুল ইসলাম বুলবুল
  • ২৩ জানুয়ারি ২০২৬