জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে নানা কর্মসূচি ঢাবির

ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। পাশাপাশি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে ‘জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’। রবিবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার (১৪ জুলাই) টিএসসি ও রাজু ভাস্কর্য চত্বরে দিনব্যাপী পালিত হবে ‘July Women’s Day’। এ উপলক্ষ্যে থাকবে অডিও-ভিডিও প্রদর্শনী, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিশেষ ড্রোন শো। সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত হবে মূল অনুষ্ঠান, যাতে অংশ নেবেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রীরা। এরপর ছাত্রীদের নিজস্ব আয়োজনে অনুষ্ঠান চলবে। অনুষ্ঠানে প্রবেশের জন্য দর্শকদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রদত্ত আইডি কার্ড প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ১৫ জুলাই মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবন চত্বরে স্থাপন করা হবে এলইডি প্রজেকশন ওয়াল। এতে ২০২৪ সালের ১৫ জুলাই ছাত্রলীগের হামলায় আহতদের অভিজ্ঞতা তুলে ধরা হবে ভিডিও উপস্থাপনার মাধ্যমে। এছাড়া, ১৭ জুলাই টিএসসি বা রাজু ভাস্কর্য চত্বরে প্রদর্শিত হবে ‘Teachers in July’ ও ‘Abrar Fahad’ শীর্ষক চলচ্চিত্র। এ আয়োজনগুলোও বাস্তবায়ন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

নিরাপত্তা নিশ্চিত করতে ১৪ জুলাই বিকেল ৩টা থেকে ১৫ জুলাই সকাল ৭টা পর্যন্ত টিএসসি ও আশপাশের এলাকায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। গাড়ি পার্কিংয়ের জন্য বরাদ্দ থাকবে বাংলাদেশ শিশু একাডেমি, ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠ এবং জাতীয় জাদুঘর প্রাঙ্গণ। এছাড়া, আইন-শৃঙ্খলা বাহিনী, প্রক্টরিয়াল টিম ও স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত থাকবে। অনুষ্ঠান উপলক্ষ্যে বিকেল ৫টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে। স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিস টিম, বিশুদ্ধ পানি সরবরাহ ও পর্যাপ্ত ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা থাকবে। পাশাপাশি সার্বক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে রাখা হবে অ্যাম্বুলেন্স ও চিকিৎসা ক্যাম্প থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।


সর্বশেষ সংবাদ