ঢাবি ক্লাবে আওয়ামীপন্থি শিক্ষকদের পুনর্বাসন: শিক্ষার্থীদের বিক্ষোভ, কমিটি বাতিলের দাবি

 ঢাবি শিক্ষার্থীদের মানববন্ধন
ঢাবি শিক্ষার্থীদের মানববন্ধন  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্লাব পরিচালনার জন্য ২০২৫-২৬ মেয়াদে ঘোষিত কার্যকরী পরিষদে আওয়ামীপন্থি  নীল দলের সাত শিক্ষককে মনোনয়ন দেওয়া হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। বুধবার (৯ জুলাই) দুপুর ১ টায় কমিটি বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ক্লাবে এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে উপস্থিত  ঢাবি শিক্ষার্থী ও জুলাই ঐক্যের অন্যতম সংগঠক এবি জুবায়ের বলেন, জুলাই গণঅভ্যুত্থানের এক বছর অতিক্রম হতে না হতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুনি আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে। ঢাবি ক্লাবের  ১৫ জনের কমিটির ৭ জনই নীল দলের। এটা সাদা দলের শিক্ষকদের জন্য লজ্জার।

তিনি আরও বলেন, খুনি হাসিনাকে যারা বিভিন্ন ন্যারিটিভ তৈরি করে ফ্যাসিস্ট হতে সাহায্য করেছে তাদেরকে সাদা পুনর্বাসন করছে। তারা এর মাধ্যমে জুলাইয়ের আহত ও শহীদদের সাথে প্রতারণা করেছে। খতিয়ে দেখা হোক কোন স্বার্থে আওয়ামী দোসরদের পুনর্বাসন করা হচ্ছে।  

আশিক খান নামে আরেক শিক্ষার্থী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রলীগ দ্বারা সাধারণ শিক্ষার্থী নির্যাতনের  বৈধতা দিয়েছিল নীল দলের  শিক্ষকরা। ৫ আগস্টের পরেও নীল দলেরর শিক্ষকরা ঢাবি ক্লাবে  বিপ্লব বেহাত করতে ষড়যন্ত্র করে গেছে । তখনও আমরা ফ্যাসিবাদের দোসর এ সকল গুটিবাজদের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। কিন্তু ঢাবি ক্লাবের কমিটিতে সাদা দলের মদদে এ সকল ফ্যাসিস্ট শিক্ষকদের পুনর্বাসন করা হচ্ছে। এমনকি  নীল দলের সেক্রেটারিও এই কমিটি রয়েছে। গণহত্যার মদদদাতা ও বৈধতা দানকারী সকল শিক্ষকদের ক্লাব থেকে উৎখাত করতে হবে, তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

আরেক শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, যারা আওয়ামী লীগের পৃষ্ঠপোষক ছিলেন না ও যারা শিক্ষার্থীদের অধিকারের কথা বলেছে, তাদের নিয়ে পুনরায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের কমিটি গঠন করতে হবে।


সর্বশেষ সংবাদ