ঢাবি ‘মিল্লাতিয়ান অ্যাসোসিয়েশন’র আহবায়ক মিনহাজ, সচিব জুবায়ের
- তা’মীরুল মিল্লাত প্রতিনিধি
- প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ০৮:৪৭ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ১০:৪৯ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাবিয়ান মিল্লাতিয়ান অ্যাসোসিয়েশন’র ২৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৫ জুলাই) এ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। নতুন কমিটির আহবায়ক নির্বাচিত হয়েছেন স্বাস্থ্য অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মিনহাজ। আর সদস্য সচিব হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের হুসাইন আহমাদ জুবায়ের।
এ সংগঠনটি মূলত যাত্রাবাড়ী, মাতুয়াইল ও টঙ্গী—তা’মীরুল মিল্লাতের তিনটি প্রধান ক্যাম্পাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে গঠিত। প্রতি বছর এসব ক্যাম্পাস থেকে প্রায় ২০০-২৫০ জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পান। বর্তমানে ঢাবিতে অধ্যয়নরত মিল্লাতিয়ান শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২০০-এর বেশি।
সংশ্লিষ্টরা জানান, শিক্ষাক্ষেত্রে ‘ঢাবিয়ান মিল্লাতিয়ান’দের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়েই প্রায় ৩০-৪০ জন শিক্ষক আছেন এ পরিবারের সদস্যদের মধ্যে। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামছুল আলম, কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব নাসরুল্লাহসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান ও প্রশাসনিক দায়িত্বে আছেন বহু মিল্লাতিয়ান।
শিক্ষাক্ষেত্র ছাড়াও প্রশাসন, গণমাধ্যম, ব্যাংক, করপোরেট সেক্টরসহ নানা পেশায় মিল্লাতিয়ানদের সফল বিচরণ রয়েছে। রাজনীতির মাঠেও রয়েছে তাদের সরব উপস্থিতি—এনসিপি নেতা মাহফুজ আলম, হান্নান মাসুদসহ বিএনপি, ছাত্রদল এবং জামায়াত-শিবির সংশ্লিষ্ট মিল্লাতিয়ানরাও এ পরিবারের অংশ।
আরও পড়ুন: দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল, ১৯ জনকে হল থেকে বহিষ্কার
আহবায়ক কমিটি গঠনের আগে সংগঠনটির সদস্যরা রমজানে প্রায় ৫০০ জন অংশগ্রহণে এক ইফতার মাহফিল আয়োজন করেন। এছাড়া ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য নবীন বরণ অনুষ্ঠানও সম্পন্ন হয়েছে। সম্প্রতি প্রস্তুতি সভা ও ফলচক্রের মাধ্যমে আহবায়ক কমিটি গঠনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
নতুন কমিটির প্রধান দায়িত্ব হবে সংগঠনের গঠনতন্ত্র ও কার্যবিধি প্রণয়ন এবং নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন নিশ্চিত করা। প্রতি বছর নবীনবরণ, প্রীতি টুর্নামেন্ট, ফলচক্র, ইফতার, গেট-টুগেদারসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সদস্যদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জোরদার করাই সংগঠনের উদ্দেশ্য। কমিটি শিগগিরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত মিল্লাতিয়ান শিক্ষকদের নিয়ে একটি গেট-টুগেদার আয়োজনের পরিকল্পনা করছে বলে জানা গেছে।