জিয়াউর রহমান ও ফেলানীর নামে হল চেয়ে জাবি গণতান্ত্রিক ছাত্রসংসদের স্মারকলিপি

২৩ জুন ২০২৫, ০৮:৩৮ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৪:০৩ PM
৪ হলের নতুন নামকরণ চেয়ে জবি গণতান্ত্রিক ছাত্রসংসদের স্মারকলিপি

৪ হলের নতুন নামকরণ চেয়ে জবি গণতান্ত্রিক ছাত্রসংসদের স্মারকলিপি © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শহীদ জিয়াউর রহমান ও শহীদ ফেলানি খাতুনের নামে হলের নামকরণ চেয়ে স্মারকলিপি  দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতাকর্মীরা। সেইসঙ্গে আরও দুটি হলের নাম পরিবর্তন করে  ‘শহীদ নাফিসা-রিয়া হল ও ‘শহীদ শ্রাবণ-আলিফ হল’ রাখার প্রস্তাবনা দিয়েছেন তারা।

সোমবার (২৩ জুন) সকালে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এম. মাফরুহী সাত্তারের কাছে এ স্মারকিলিপি দিয়েছেন তারা। 

এ বিষয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, প্রস্তাবিত চারটি হলের নাম একাত্তর এবং চব্বিশকে সমানভাবে ধারণ করার পাশাপাশি মুক্তি এবং সংগ্রামের যে অনবদ্য ঐক্য তাকেই তুলে ধরে।  প্রশাসনকে উক্ত নামগুলোকে বিবেচনায় নিয়ে দ্রুততম সময়ের মধ্যে হলের নামগুলোকে আনুষ্ঠানিক নামে পরিণত করা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করছি৷

উল্লেখ্য, গত ১৭ মার্চ বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় উক্ত হলগুলোর নাম স্থগিত করা হয়। পরবর্তীতে গত ২৭ মে হলগুলোর নতুন নামের প্রস্তাবনা চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিশ্ববিদ্যালয় প্রশাসন

শহীদ জিয়াউর রহমানের নামে হলের বিষয়ে স্মারকলিপি বলা হয়, একাত্তরের মুক্তিসংগ্রামে জিয়াউর রহমান ছিল এক কিংবদন্তির নাম। জিয়াউর রহমানের ‘উই রিভল্ট’ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সেই জনযুদ্ধকেই তুলে ধরে যার ঢেউ সবাইকেও ছুঁয়েছিল। মুক্তিযুদ্ধের কুক্ষিগত ন্যারেটিভ থেকে বের হয়ে সেটিকে দল মতের বাইরে গিয়ে প্রকৃতপক্ষেই গণমানুষের হাতে তুলে দিতে 'মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল' নামের প্রস্তাব করা হয়েছে। 

‘শহীদ ফেলানি খাতুন হল’ নামকরণের বিষয়ে বলা হয়, শহীদ ফেলানির কাঁটাতারে ঝুলে থাকা লাশ আমাদের সম্মিলিত চেতনাকে উৎসারিত করে। বাংলাদেশ যে দীর্ঘকাল ধরে ভারতীয় আধিপত্যের মধ্যে এক রিফিউজি জীবনযাপন করে চলেছে, সেই সত্যকে তুলে এনেছে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ফেলানী আমাদের জন্য আত্মত্যাগ ও অনুপ্রেরণার নাম।  

‘শহীদ নাফিসা-রিয়া হল’ নামকরণের বিষয়ে বলা হয়, গত বছরের ৫ আগস্ট জাবি শিক্ষার্থীদের ডাকে সাড়া দিয়ে ‘লং মার্চ টু ঢাকা’ মিছিলের সম্মুখসারিতে থাকা নাফিসা হোসেন মারওয়াকে গুলি করে নির্মমভাবে হত্যা করে  পুলিশ। এছাড়া গত ১৯ জুলাই,  র‍্যাব ও পুলিশের নির্মমতার স্বীকার হন জুলাই অভ্যুত্থানের অন্যতম কনিষ্ঠ শহীদ, ছয় বছরের ছোট্ট শিশু রিয়া গোপ। 

‘শহীদ শ্রাবণ-আলিফ হল’ নামের বিষয়ে বলা হয়, ৫ আগস্ট জাবি শিক্ষার্থীদের ডাকে সাড়া দিয়ে ‘লং মার্চ টু ঢাকা’ 
মিছিলের সম্মুখসারিতে অংশ নিয়ে পুলিশের গুলিতে শহীদ হন।  ইনসাফের পক্ষে ও গণতান্ত্রিক সংগ্রামের পক্ষে এই মহান আত্মত্যাগকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করতে ‘শহীদ আলিফ - শ্রাবণ হল’ করার প্রস্তাব করা হয়েছে।

রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটে চোখ সিলেটের
  • ২০ জানুয়ারি ২০২৬
নির্বাচন ঘিরে নতুন বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক রূপরেখা …
  • ২০ জানুয়ারি ২০২৬
বাসররাতে 'কনে বদলের' অভিযোগ, পাল্টাপাল্টি মামলা
  • ২০ জানুয়ারি ২০২৬
জামায়াতের পলিসি সামিটে ভারতসহ ৩০ দেশের প্রতিনিধি
  • ২০ জানুয়ারি ২০২৬
আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করব: জ…
  • ২০ জানুয়ারি ২০২৬
ফুটবল লিগ ও ফেডারেশন কাপের খেলা স্থগিত
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9