চট্টগ্রামে ও রাবিতে শিবিরের হামলার প্রতিবাদে ঢাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের বিক্ষোভ

ঢাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের বিক্ষোভ
ঢাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের বিক্ষোভ  © টিডিসি

জামায়াত নেতা আজহারুল ইসলামকে দায়মুক্তি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিলে ছাত্র শিবিরের হামলার প্রতিবাদে  ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ সমাবেশ করেছে সংগঠনটি। শুক্রবার (৩০ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এই বিক্ষোভ-সমাবেশ পালন করে তারা।

সমাবেশে  ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরমানুল হক বলেন, ‘৫ আগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্লাটফর্ম গড়ে উঠেছে। একতার মঞ্চ থেকে শুরু করে অনেক প্লাটফর্ম। আমরা ৫ আগস্টের আগে এগুলো দেখতে পেতাম না। তাদের ফান্ডিং কোথা থেকে আসছে, আমরা বুঝতে পারতাম না। কিন্তু এতটুকু বুঝতে পারি একটা শক্তিশালী দল কাজ করছে।’

তিনি বলেন, ‘কয়েক মাস আসে বিপ্লবী ছাত্র পরিষদ নামে একটা সংগঠন শহীদ মিনারে হামলা চালায় গণ অধিকার পরিষদের ফারুক হাসানের উপর । আবার ১৫ জানুয়ারি আদিবাসীদের উপর করে হামলা অন্য একটি প্লাটফর্ম। এগুলো আসলে কারা করছে ? আমরা ধারণা করেছিলাম শিবির এর সাথে যুক্ত। এখন দেখা গেল রাজশাহী ও চট্টগ্রামে তারা হামলা চালায়। এখন আমরা নিশ্চিত শিবিরই এসব করেছে।’

তিনি আরও বলেন, ‘৫ আগস্টের পর আমরা বার বার বলেছিলাম শিবিরের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করতে। কিন্তু তারা তা করে নি। ৫ আগস্ট পরবর্তীতে তাদের সাথে ওপেন ডিবেট হয়। আমরা প্রশ্ন করেছিলাম যখন আবরারকে হামলা করা হয়, তখন আপনাদের অবস্থান কী ছিল। কিন্তু তখন তারা কিছু বলতে পারে নি।’ 

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাবি শাখার আহ্বায়ক মোজাম্মেল হক বলেন, ‘বিগত আমলে আওয়ামী লীগ বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করতো। আমরা আশা করেছিলাম  ৫ আগস্টের পরে বিচার বিভাগ স্বাধীন হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বিচার বিভাগের ওপর এখনো রাজনৈতিক হস্তক্ষেপ চলছে। এটিএম আজহারুলকে বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করে মুক্তি দেওয়া  হয়েছে।’ 

তিনি বলেন, ‘আমরা দেখলাম কীভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে  হামলা চালায় শিবির। পরদিন চট্টগ্রামেও হামলা চালায় শিবির। যারা জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির নারী ছিল তাদের রক্তাক্ত করে। ৫ আগস্ট পরবর্তী সময়ে আমরা চেয়েছিলাম গণতান্ত্রিক ক্যাম্পাস নিশ্চিত করতে। কিন্তু ছাত্রশিবিরের হাত ধরে পুনরায় ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসী রাজনৈতিক পরিস্থিতি তৈরি করছে।’ এসময় তিনি অনতিবিলম্বে সন্ত্রাসী রাজনীতি বন্ধ এবং শিবিরের হামলার বিচারের দাবি জানান।  


সর্বশেষ সংবাদ