চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে রাবি ছাত্র আহত

স্বর্ণালংকারের দোকান বন্ধ
স্বর্ণালংকারের দোকান বন্ধ  © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্র আন্তঃনগর ট্রেন মধুমতি এক্সপ্রেসে পাথর নিক্ষেপের ঘটনায় আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৬টা ৫২ মিনিটে রাজশাহীর হরিয়ান এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ছাত্রের নাম সাজ্জাদ হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

তার সহপাঠী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সোহানুর রহমান সোহান এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনার বিষয়ে সোহানুর রহমান বলেন, সাজ্জাদ রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনে যাচ্ছিলেন। ঝিনাইদহের শৈলকুপায় যাওয়ার সময় ট্রেনটি হরিয়ান এলাকা অতিক্রম করার সময় বাইরে থেকে কেউ ট্রেনের দিকে পাথর নিক্ষেপ করে। এ সময় ট্রেনের জানালা খোলা থাকায় পাথর সরাসরি সাজ্জাদের মাথায় আঘাত করে। এতে তার মাথা ফেটে রক্তপাত হয় এবং রক্ত ট্রেনের সিটেও পড়ে।

সোহানুর রহমান আরও জানান, সাজ্জাদের সঙ্গে থাকা কয়েকজন যাত্রী প্রথমে রক্তপাত বন্ধ করার চেষ্টা করেন। পরে ট্রেনের গার্ড ও টিটিই (ভ্রমণ টিকিট পরীক্ষক) এসে তাকে স্যাভলন দিয়ে পরিষ্কার করে প্রাথমিক ব্যান্ডেজ করে দেন। তবে পাথরের আঘাত বেশ গুরুতর হওয়ায় সাজ্জাদের মাথায় দুই-তিনটি সেলাই লাগতে পারে বলে জানান তিনি।

এ ধরনের ঘটনা নিয়মিত ঘটলেও এবার সরাসরি একজন বিশ্ববিদ্যালয় ছাত্রের ক্ষতি হওয়ায় তা আলোচনায় এসেছে। স্থানীয় কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!