প্রশিক্ষণ শুধু শেখার নয়, মূল লক্ষ্য শিক্ষার্থীদের শেখানোর দক্ষতা সরবরাহ : ইবি ভিসি 

২৮ মে ২০২৫, ০৬:১০ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫২ PM
ইবি ভিসি 

ইবি ভিসি  © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, আমাদের দেশে শুধু নয়, সারা বিশ্বে শিখন-শেখানো কার্যক্রমের মুখ্য বিষয় হলো শিক্ষার্থীদের শেখানো যার লক্ষ্য হলো সুনির্দিষ্ট বিষয় সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা সরবরাহ করা এবং যার উদ্দেশ্য হলো শিক্ষকদের শিক্ষণ দক্ষতা বৃদ্ধি করা।
  
বুধবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ে আইকিউএসির অধীনে পরিচালিত ১২ মে থেকে শুরু হওয়া অ্যাকাডেমিক ওয়্যর্কশপের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, সারাবিশ্বেই পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে সব ধরনের পেশাতেই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। এখানে এবার একটি দীর্ঘ প্রশিক্ষণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সিলেবাস, কারিকুলাম নিয়ে অনেক গুলো সেশন সম্পন্ন হয়েছে। যারা এখানে অংশ নিয়েছেন তারা সবাই অত্যন্ত মেধাবী। মেধা ও প্রশিক্ষণের একটি দারুণ সমন্বয় এই বিশ্ববিদ্যালয়ে আগামী দিনের শিক্ষার মান বহুদূরে প্রসারিত করতে সক্ষম হবে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এয়াকুব আলী ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ওয়্যর্কশপে রিসোর্স পারসন ছিলেন আইকিউএসির পরিচালক প্রফেমর ড. নাজিমুদ্দিন। সভাপতিত্ব করেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো: আসাদ-উদ-দৌলা। 

 

শীতকালে নিয়মিত মধু খেলে যেসব উপকার পাবেন
  • ০২ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে বিক্রয় ডটকম, কর্মস্থল ঢাকা
  • ০২ জানুয়ারি ২০২৬
কেন কৃষি প্রকৌশল হতে পারে আপনার প্রথম পছন্দ?
  • ০২ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে আরও তিন আওয়ামী লীগ নেতার পদত্যাগ
  • ০২ জানুয়ারি ২০২৬
ঢাকাকে ব্যাটিংয়ে পাঠাল চট্টগ্রাম, যেমন হলো একাদশ
  • ০২ জানুয়ারি ২০২৬
ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১০
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!