দুই দশক পর ফরম ছেড়ে সদস্য সংগ্রহে ইবি ছাত্রদল 

ইসলামী বিশ্ববিদ্যালয় ও ছাত্রদলের লোগো
ইসলামী বিশ্ববিদ্যালয় ও ছাত্রদলের লোগো  © সম্পাদিত

দীর্ঘ ২২ বছর পর ফরম বিতরণ করে সদস্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। আগামী মঙ্গলবার (২০ মে) সকালে নবীন সদস্য সংগ্রহে সদস্য ফর্ম বিতরণ ও ‘গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন ধারার ছাত্ররাজনীতি’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে সংগঠনটি। 

আজ রবিবার (১৮ মে) ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ইবিতে ২০০৩ সালের ডিসেম্বর মাসে সর্বশেষ সদস্য নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল বলে জানান তিনি। 

ছাত্রদল সূত্র জানায়, আগামী ২০ মে (মঙ্গলবার) ক্যাম্পাসের ডায়না চত্বরে বেলা ১১টায় এই কর্মসূচি শুরু হবে। এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জহির রায়হান। এতে সভাপতিত্ব করবেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ এবং সঞ্চালনার দায়িত্বে থাকবেন শাখা ছাত্রদলের সদস্য সচিব মো: মাসুদ রুমি মিথুন। 

সদস্য ফরম নিতে আগ্রহী আইন বিভাগের শিক্ষার্থী মির্জা শাহরিয়ার বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠার উদ্দেশ্যই ছিল শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও যৌক্তিক দাবি আদায়ে নিরলসভাবে কাজ করে যাওয়া৷ একটি গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যেহেতু আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি, এখনই সঠিক সময় শিক্ষার্থীদের পাশে থেকে তাদের জন্য কাজ করে যাওয়ার। শহিদ জিয়ার আদর্শের বাস্তবায়নের লক্ষ্যেই মূলত আমি ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য ফরম নিবো।

আরও পড়ুন: গুলিস্থানের দলীয় কার্যালয় এলাকায় মিছিল, ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের ১১ কর্মী গ্রেপ্তার

আল কুরআন বিভাগের রেজাউল রাকিব বলেন, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে শুধু পুথিগত বিদ্যায় পারদর্শী হলে চলবে না, নেতৃত্বের গুণাবলিতেও গড়ে তুলতে হবে। ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে সক্রিয় ভূমিকা আমাকে শিখিয়েছে, কীভাবে আদর্শবান ছাত্ররাজনীতি একটি জাতিকে সঠিক পথে পরিচালিত করতে পারে। আজ দেশের প্রতিটি ক্যাম্পাসে একটি নিরাপদ, শিক্ষার্থীবান্ধব ও গণতান্ত্রিক পরিবেশ গড়ে তোলার জন্য ছাত্রদলের ভূমিকা অপরিহার্য। এই উপলব্ধি থেকেই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন গর্বিত সদস্য হতে আগ্রহী।

শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ সাহেদ আহম্মেদ বলেন, মঙ্গলবারে যদিও ক্লাস পরীক্ষা চালু থাকবে তবুও আমরা আশা করছি অন্তত ১ হাজার শিক্ষার্থী আমাদের সদস্য ফরম নিবে। কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি জহির রায়হান ভাই ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন এবং এটা চলমান থাকবে। পরবর্তীতে আমরা বসে যাচাই-বাছাই করে সদস্য পদ প্রদান করবো। ফরম নিতে কোন শিক্ষার্থীকে ফি দিতে হবে না, আগ্রহী শিক্ষার্থীরা বিনামূল্যে ফরম নিতে পারবে। আশাকরি একটি উৎসবমুখর পরিবেশেই দীর্ঘ ২২ বছর পরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাটিতে জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। 

আরও পড়ুন: দুই ঘণ্টা অবরোধের পর শাহবাগ ছাড়লো ছাত্রদল

প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জহির রায়হান বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল বিগত সতেরো বছর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সুশৃঙ্খল ভাবে লড়াই করে গেছে। পরিবর্তিত বাংলাদেশে আমরা ছাত্রলীগের হল দখল, সিট বাণিজ্য, গেস্টরুম কালচার, গণরুমে নির্যাতনের মতো ঘটনা থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীবান্ধব রাজনীতির লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এতে বিগত সময়ে ছাত্ররাজনীতির উপর শিক্ষার্থীদের যে অনাস্থা তৈরি হয়েছে সেই আস্থা আবারো ফিরিয়ে আনতে ছাত্রদল কাজ করে যাচ্ছে। যেন আবার শিক্ষার্থীরা ছাত্ররাজনীতিকে গ্রহণ করতে পারে।


সর্বশেষ সংবাদ