সাম্য হত্যার ঘটনায় তথ্য চেয়ে বিজ্ঞপ্তি তদন্ত কমিটির

ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় সুনির্দিষ্ট তথ্য চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে তদন্ত কমিটি। বুধবার (১৪ মে) ঢাবি প্রশাসনের গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ করা হয়েছে।

এতে বলা হয়েছে, মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাতে বাংলা একাডেমি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে সংঘটিত ঘটনায় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যর ওপর দুর্বৃত্তদের আক্রমণ ও নিহত হওয়ার ঘটনা তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য উপাচার্য একটি তদন্ত কমিটি গঠন করেছেন। এ ব্যাপারে কারো কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য-প্রমাণ থাকলে আগামী রবিবারের (১৮ মে) মধ্যে (ওয়াটস অ্যাপ নম্বর ০১৭৭৫৫৫০৬১৪) প্রেরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সরাসরি সাক্ষাৎকার প্রদানে আগ্রহীদের রবিবার (১৮ মে) বিকেল সাড়ে ৪টায় কলা অনুষদ ডিন অফিসে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

এদিকে সাম্য হত্যার ঘটনায় প্রধান তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ হারানো সাম্যের ঘটনায় মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে রাজাবাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার (১৪ মে) সকালে দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর। তিনি জানান, ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা আমরা পেয়েছি। পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামা কয়েকজনের নামের মামলা হয়েছে।

এর আগে মঙ্গলবার রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চসংলগ্ন এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সাম্য। পরে সহপাঠীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


সর্বশেষ সংবাদ