ঢাবিতে জুলাই বিপ্লবে সহিংসতাকারীদের ব্যাপারে ফের তথ্য আহ্বান করবে কমিটি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ মে ২০২৫, ০৭:২১ PM , আপডেট: ১৪ মে ২০২৫, ০৩:৫৪ AM
ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বহিষ্কৃত ১২৮ শিক্ষার্থীর ব্যাপারে আরও তথ্য এবং অন্যান্য জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য আহ্বান করবে অধিকতর তদন্ত কমিটি। আগামীকাল বুধবার (১৪ মে) এসব তথ্য চেয়ে বিজ্ঞপ্তি দিতে পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার (১৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানান। এ বিষয়ে তিনি বলেন, ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ক্যাম্পাসে সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনার তদন্ত কমিটির সঙ্গে আমরা আজ আলোচনায় বসেছিলাম। আলোচনা থেকে সিদ্ধান্ত হয়েছে যে, বহিষ্কৃত ১২৮ জনের বাইরে আরও কোনো শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা বা কর্মচারীর ব্যাপারে কোনো অভিযোগ বা তথ্য-প্রমাণ আছে কিনা সে ব্যাপারে জানতে চেয়ে আগামীকাল বিজ্ঞপ্তি দেওয়া হবে। এক্ষেত্রে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন থাকবে।
আরও পড়ুন: ডাকসু ইস্যুতে ছাত্রসংগঠনগুলোর পক্ষ থেকে যেসব প্রস্তাবনা উঠলো
প্রসঙ্গত, গত বছরের ১৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ০৫ আগস্ট পর্যন্ত সংঘটিত বেআইনী ও সহিংস ঘটনায় জড়িতদের চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থার আওতায় নিয়ে আসার জন্য তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়। এ কমিটি সকলের কাছে জড়িতদের ব্যাপারে তথ্য আহ্বান করে এবং তদন্তের পর ১২৮ জন শিক্ষার্থীকে অভিযুক্ত করে রিপোর্ট প্রদান করেন। যার প্রেক্ষিতে গত ১৭ মার্চ সিন্ডিকেটের এক সভায় তাদেরকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। পরে ক্যাম্পাসে সংঘটিত বেআইনী ও সহিংস ঘটনার অধিকতর তদন্তের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়।