অনিয়ম দেখতে গিয়ে ছাত্রলীগের ধাওয়া খেলেন লিটন নন্দী!

১১ মার্চ ২০১৯, ১০:৪৭ AM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে মুহসীন হলে বাম জোটের প্রার্থী লিটন নন্দীকে ধাওয়া দিয়ে বের দেওয়ার অভিযোগ উঠেছে। সকালে অনিয়মের অভিযোগ পেয়ে হলে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে ধাওয়া দিয়ে বের করে দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকসু নির্বাচনে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য সমর্থিত বামজোটের প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী। তিনি সকালে অনিয়মের খবর শুনে নেতাকর্মীদের নিয়ে মুহসীন হলে যান। তবে সেখানে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে বাধা দেন।

সেখান থেকে তিনি প্রভোস্টের ‍রুমে আশ্রয় নেন। একপর্যায়ে ছাত্রলীগ নেতাদের স্লোগানের মুখে তিনি প্রভোস্টের সাথে হল থেকে বেরিয়ে আসেন।

লিটন নন্দী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা হলে গিয়ে দেখি কোন লাইন ছাড়াই ডাকসুর ভোটগ্রহণ চলছে। এর প্রতিবাদ জানাই এবং প্রভোস্টের সাথে দেখা করি। সেখান থেকে বের হলে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদেরকে ধাওয়া দেয়। পরে আমরা প্রভোস্টের সহায়তায় হল থেকে বেরিয়ে আসি।’

‘জুলায়ের পরও রাজনীতি করতে গিয়ে খুন হতে হবে, তা কল্পনাও করতে…
  • ২৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান: ছাত্রদল নেতাকে শো…
  • ২৯ জানুয়ারি ২০২৬
৩৫ লাখের মধ্যে ১৭ লাখ শিশুর জন্মই অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে
  • ২৯ জানুয়ারি ২০২৬
অধিভুক্ত কলেজগুলোতে কম্পিউটার সায়েন্স কোর্সে খণ্ডকালীন শিক্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
‘স্বাধীনতার স্বপক্ষ শক্তি ও মুক্তিযুদ্ধের দল মিলে স্বাধীনতা…
  • ২৯ জানুয়ারি ২০২৬
২৪ ঘণ্টার মধ্যে গণভোট ব্যানার লাগানোর নির্দেশ জাতীয় বিশ্ববি…
  • ২৯ জানুয়ারি ২০২৬