আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের

০৯ মে ২০২৫, ০২:১৬ AM , আপডেট: ২১ জুন ২০২৫, ১২:৫৪ PM
জাবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

জাবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ © টিডিসি

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ( ৮ মে) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন তারা।

জানা গেছে, দিবাগত রাত পনে ১ টার দিকে শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় জড়ো হতে শুরু থাকে। পরে সেখান থেকে তাঁরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন। এসময় মহাসড়কের উভয় দিকে যানজটের সৃষ্টি হয়।

এসময় শিক্ষার্থীরা ‘আওয়ামী লীগ নিষিদ্ধ কর, করতে হবে’,  ‘অমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’ ইত্যাদি স্লোগান দিতে থাকে। প্রায় ৩০ মিনিট সড়ক অবরোধ করে রাত দেড় টায় অবরোধ উঠিয়ে নেয় তারা। 

জাবি শাখা ছাত্র শিবিরের অফিস সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, যে আওয়ামী আমার ভাইদের বুকের উপর পাড়া দিয়ে গুলি করেছে, যে আওয়ামী আমার শিশুদের বুকে গুলি করেছে, যে আওয়ামী লীগ আমার বোনদের বেদম পিটিয়ে রক্তাক্ত করেছে সেই আওয়ামী লীগের এই দেশে রাজনীতি করার অধিকার নাই। অনতিবিলম্বে গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। 

গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু বলেন,  যারা আওয়ামী লীগ কে পরিশোধিত করে রাজনীতি করার সুযোগ করে দেওয়ার চেষ্টা যারা করবে আমরা ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধেও লড়াই করবো। আমরা জুলাইয়ের যোদ্ধারা এখনো আছি প্রয়োজনে আবারো জীবন দিবো কিন্তু আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবো না।

জাবি শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, ৫ আগস্টেই এই দেশের ছাত্র-জনতা রায় দিয়ে দিয়েছে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগ ফিরবে কিন্তু তাঁরা বিচারের মুখোমুখি হওয়ার জন্য ফিরবে রাজনীতি করার জন্য নয়। অন্তর্বর্তীকালীন সরকার জুলাইয়ের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে। কিন্তু তাঁরা যদি জুলাই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে না পারে তাহলে তাদেরকেও ক্ষমতা থেকে টেনে নামানো হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে জুলাইয়ের আকাঙ্ক্ষা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

চাঁদাবাজির প্রতিবাদ করায় হামলা, ক্র্যাবের ১০ সাংবাদিক আহত
  • ২৭ জানুয়ারি ২০২৬
দুধ দিয়ে গোসল করে জামায়াতে যোগ দিলেন মৎসজীবী দল নেতা
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের বরাদ্দ বাতিল, হবে বুলেট ও ট্যাংকে…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক সনাতনী ধর্মাবলম্বী
  • ২৭ জানুয়ারি ২০২৬
রংপুর মহানগর যুবদলের শীর্ষ তিন নেতাকে শোকজ
  • ২৭ জানুয়ারি ২০২৬
তাহাজ্জুদের পর ভোটকেন্দ্র দখল-সীল মারার পরিকল্পনা করছে একটি…
  • ২৭ জানুয়ারি ২০২৬