৫ দিনেই সনদ পাবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

১৪ এপ্রিল ২০২৫, ০৮:২১ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:২২ AM
রাবির সনদ প্রদানে আধুনিকায়ন প্রক্রিয়া রবিবার উদ্বোধন করা হয়েছে

রাবির সনদ প্রদানে আধুনিকায়ন প্রক্রিয়া রবিবার উদ্বোধন করা হয়েছে © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন পরীক্ষার প্রভিশনাল ও মূল সনদ (সার্টিফিকেট) প্রদান প্রক্রিয়া আধুনিকায়ন করা হয়েছে। রোববার (১৩ এপ্রিল) শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব এ প্রক্রিয়ার উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সার্টিফিকেট প্রদানের প্রক্রিয়া আধুনিকায়নের জন্য সম্পূর্ণ সফটওয়্যার আধুনিকায়ন করা হয়েছে। এর মাধ্যমে অনলাইনে ফি প্রদানের জটিলতা নিরসন, আবেদনপত্র জমা ও সনদ প্রদানের জন্য এসএমএস প্রদান করা হবে।

কোনো আবেদনে ভুলত্রুটি থাকলে সেটিও এসএমএসের মাধ্যমে জানানো হবে। আর নির্ভুলভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্নের পর পাঁচ কার্যদিবসের মধ্যে মূল সনদ প্রদান করা হবে। এ ছাড়া নিরসন হবে সার্টিফিকেট উত্তোলন-সংক্রান্ত জটিলতা।

আরো পড়ুন: ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’ নামের প্রস্তাব, গেজেটের অপেক্ষায় বিএসএমএমইউ

উদ্বোধন অনুষ্ঠানে অধ্যাপক সালেহ্‌ হাসান নকীব বলেন, এর মাধ্যমে আরও দ্রুততার সঙ্গে সনদ প্রদান করা যাবে। এর মধ্য দিয়ে আবেদনকারীদের সময় সাশ্রয় ও সে সম্পর্কিত বিড়ম্বনা লাঘব হবে। আগামীতে এই প্রক্রিয়া আরও আধুনিকায়নসহ পরীক্ষা-সংক্রান্ত সামগ্রিক প্রক্রিয়া সময়োপযোগী করার কাজও চলছে।

এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দীন, অধ্যাপক ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ অধ্যাপক মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক হাসনাত কবীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনসিপির হবিগঞ্জ জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিবের পদত্…
  • ২৭ জানুয়ারি ২০২৬
চমক রেখে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা স্কটল্যান্ডের
  • ২৭ জানুয়ারি ২০২৬
‘দাঁড়িপাল্লা’ স্লোগানে গলা মেলালেন দুই ব্রিটিশ নাগরিক
  • ২৭ জানুয়ারি ২০২৬
একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলছে, অপরদিকে মা-বোনদের গায়ে হা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
ইশতেহার প্রণয়নে অনলাইনে ৩৭ হাজার মতামত পেল জামায়াত
  • ২৭ জানুয়ারি ২০২৬
গোবিপ্রবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালিয়ে গ…
  • ২৭ জানুয়ারি ২০২৬