গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ 

০৭ এপ্রিল ২০২৫, ১১:০৭ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:৩৫ PM
জাবিতে বিক্ষোভ

জাবিতে বিক্ষোভ © টিডিসি ফটো

গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর নৃশংস গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। সোমবার (৭ এপ্রিল) বিকাল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। 

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন সড়ক ঘুরে শহীদ মিনার পাদদেশে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় বিক্ষোভ মিছিলে ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’, ‘দুনিয়ায় মুসলিম, এক হও লড়াই করো’, ‘ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ জবাব দে’, ‘ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করো’, ‘ফ্রম দা রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘নেতানিয়াহুর দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘ট্রাম্পের দুই গালে, জুতা মারো তালে তালে’ ইত্যাদি স্লোগান দেন তারা।

সংক্ষিপ্ত সমাবেশে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, একজন মানুষ হিসেবে মানবতার প্রশ্নে আমাদের যা করণীয় তাই করতে হবে। মানবাধিকার নিয়ে যারা চিৎকার করে, যুদ্ধ করে তাদেরকে বলতে চাই, একজন মানুষের রক্ত আপনাদের হৃদয়ে যদি স্পর্শ না করে, তাহলে আপনারা অধিকার কর্মী নন। আপনাদের এ অধিকার কর্মটি হল পৃথিবীর শাসন করার কৌশল। কোনো অর্থনীতি, রাজনীতি গাজায় যে গণহত্যা হয়েছে তা কখনোই সমর্থন করে না।

তিনি আরও বলেন, এ মুহূর্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির মাধ্যমে সকলকে সচেতন করতে পারি বিশেষ করে যাদের এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আছে। যারা মুসলমান হিসেবে ইমানের অঙ্গীকার করেন, তাদের স্ববিরোধিতা স্মরণ করিয়ে দিতে পারি। যারা গণতন্ত্রের নামে সারা বিশ্বে পুঁজিবাদ কায়েম করতে চান তাদের স্মরণ করিয়ে দিতে চাই গাজার এ রক্ত আপনাদের সকল প্রয়াসের বিরুদ্ধে যায়।

বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আব্দুর রশীদ জিতু বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর বর্বরতা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে আজকে আমরা এ কর্মসূচি গ্রহণ করেছি। আমরা এখান থেকে একটি বার্তা দিতে চাই ইজরাইলি বাহিনীর এই বর্বরতা ও গণহত্যা কয়েক দশকের মধ্যে পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিন রাষ্ট্রকে মুছে ফেলতে চায়। আমরা বিশ্ব বিবেক ও বিশ্ব মোড়ল এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানাই ফিলিস্তিনের গাজায় যে গণহত্যা চালানো হচ্ছে তা বন্ধে এগিয়ে আসুন।

সমাবেশে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. শামছুল আলম, শহীদ তাজউদ্দীন হলের প্রভোস্ট অধ্যাপক খো. লুৎফুর ইলাহী ও অধ্যাপক মো. গোলাম রব্বানী প্রমুখ।

‘লেনদেন নিয়ে ভুল বোঝাবোঝি হয়েছিল’— ৩০ হাজার টাকা ছিনতাইয়ে অ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
সুপারিশকৃত নতুন পে স্কেল বাস্তবায়ন কীভাবে, বললেন জ্বালানি উ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
স্কুলে শিশু নির্যাতন: ব্যবস্থাপক পবিত্র কুমার ৪ দিনের রিমান…
  • ২৭ জানুয়ারি ২০২৬
‘পে স্কেল দেবে না অন্তর্বতী সরকার’ বক্তব্যের প্রতিবাদে যা ব…
  • ২৭ জানুয়ারি ২০২৬
দারাজ বাংলাদেশে চাকরি, কর্মস্থল ঢাকা
  • ২৭ জানুয়ারি ২০২৬
একনজরে দেখুন ৩০০ আসনে বিএনপি-জামায়াতের প্রার্থী তালিকা
  • ২৭ জানুয়ারি ২০২৬