পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাবিতে বর্ণাঢ্য ঈদ শোভাযাত্রা

৩১ মার্চ ২০২৫, ১০:৩৭ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:১১ PM
ঢাবিতে উপাচার্যের  উপস্থিতিতে ঈদ শোভাযাত্রা

ঢাবিতে উপাচার্যের উপস্থিতিতে ঈদ শোভাযাত্রা © টিডিসি ফটো

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে  ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে এক বর্ণাঢ্য ঈদ শোভাযাত্রা বের করা হয়। সোমবার (৩১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ঈদের প্রথম জামাতের পর এ শোভাযাত্রা শুরু হয়। এতে নেতৃত্ব দেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ সব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাবিতে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নেতৃত্বে সকাল ৮টার পরে বর্ণাঢ্য ঈদ শোভাযাত্রা বের করা হয়। এতে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ বিভিন্ন হলের প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। শোভাযাত্রাটি টিএসসি হয়ে অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে শেষ হয়।  

এতে আরও বলা হয়, উপাচার্য ড. নিয়াজ আহমদ খান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান। এ উপলক্ষে তিনি সকলের অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

এ বিষয়ে উপাচার্য ড. নিয়াজ আহমদ খান বলেন, বর্তমানে দেশ এক কঠিন সময় অতিক্রম করছে। এ পরিস্থিতিতে সব ভেদাভেদ ভুলে সকলকে সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হতে হবে। পরস্পর হাত ধরাধরি করে সদৃঢ় ঐক্য গড়ে তুলতে হবে। মাহে রমজানের আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা গ্রহণ করে ব্যক্তিগত জীবনে সৌহার্দ্য, সহমর্মিতা ও সহনশীলতার চর্চা অব্যাহত রাখতে হবে। উন্নত, উদার ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।

ইমাম-মুয়াজ্জিনদের গ্রেড ও বেতন নির্ধারণ করে গেজেট প্রকাশ
  • ২১ জানুয়ারি ২০২৬
প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাচ্ছেন কমিশনের সদস্যরা
  • ২১ জানুয়ারি ২০২৬
চট্টগ্রাম-৮: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত নেতা
  • ২১ জানুয়ারি ২০২৬
প্রাথমিকের ফল অনতিবিলম্বে, প্রশ্নফাঁস নিয়ে চূড়ান্ত ব্যাখ্যা…
  • ২১ জানুয়ারি ২০২৬
বুধবার ওসমান হাদীর কবর জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু এন…
  • ২১ জানুয়ারি ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি …
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9