ঢাবি সাবেক উপাচার্য আখতারুজ্জামানের হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাক, টাকা চেয়ে মেসেজ

২২ মার্চ ২০২৫, ০৫:৩২ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:১২ PM
অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাক করার করার অভিযোগ উঠেছে একটি প্রতারণাচক্রের বিরুদ্ধে। এর পর ওই নাম্বার থেকে বিভিন্নজনকে মেসেজ পাঠানো হয়েছে। এছাড়াও বিভিন্নজনের কাছে ওই নাম্বার থেকে টাকা চাওয়া হয়েছে। এ অবস্থায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এই সাবেক উপাচার্য।

শনিবার (২২ মার্চ) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘কে বা কারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাক করেছে। বিভিন্নজনকে ঢাকা চেয়ে মেসেজ পাঠাচ্ছে। আমি আপাতত ফোন নাম্বার বন্ধ ও থানায় জিডি করার উদ্যোগ নিচ্ছি।’ তিনি আরও বলেন, প্রতারকচক্রকে কাউকে টাকা না পাঠানোর অনুরোধ করছি। 

মো. আখতারুজ্জামান প্রথমে ২০১৭ সালের ৬ সেপ্টেম্বর সাময়িকভাবে উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। পরে সিনেটের মাধ্যমে নির্বাচিত প্যানেল রাষ্ট্রপতির কাছে পাঠানো হলে ২০১৯ সালের ৩ নভেম্বর আখতারুজ্জামান উপাচার্য হিসেবে নিয়োগ পেয়ে দায়িত্ব পালন করেন। 

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম স্থান অধিকার করেন। তিনি এই বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা ইন পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করেন। 

তিনি ভারতের আলীগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। যুক্তরাষ্ট্রের বোস্টন কলেজের ফুলব্রাইট স্কলার  এবং যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ফেলো ছিলেন।

অধ্যাপক আখতারুজ্জামান ১৯৯০ সালে ঢাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের লেকচারার হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৯৫ সালে তিনি একই বিভাগের সহকারী অধ্যাপক, ২০০০ সালে সহযোগী অধ্যাপক এবং ২০০৪ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন।

তিনি ২০০৮ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান, ২০০৭ থেকে ২০১৩ পর্যন্ত জসীমউদ্দিন হলের প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। টানা তিন মেয়াদে (২০০৪, ০৫ ও ০৬) তিনি ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া ২০০৯ ও ২০১১ সালে শিক্ষক সমিতির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এক বিএনপি প্রার্থীকে দুই শোকজ
  • ২৭ জানুয়ারি ২০২৬
হিজাব-নিকাব পরা নারীদের নিয়ে ছাত্রদল নেতা— ‘দেখলে ভয় লাগে, …
  • ২৭ জানুয়ারি ২০২৬
বেরোবি শিক্ষক তাবিউরের নিয়োগ বাতিলে আইনি বাধা নেই, ফেরত দিত…
  • ২৭ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে পরিপত্র জারি, দেখুন এখানে
  • ২৭ জানুয়ারি ২০২৬
সেই পরিচালক নাজমুল কী ফিরেছেন? যা জানাল বিসিবি
  • ২৭ জানুয়ারি ২০২৬
চাইনিজ কুঁড়াল-রাম দাসহ যৌথ বাহিনীর হাতে ইউনিয়ন বিএনপি নেতা …
  • ২৭ জানুয়ারি ২০২৬