ঢাবির জহুরুল হক হল কুইজ ক্লাবের নেতৃত্বে মুস‌আব ও হৃদয়

মুসআব আব্দুল্লাহ খন্দকার ও দয় আহমেদ স্বাধীন
মুসআব আব্দুল্লাহ খন্দকার ও দয় আহমেদ স্বাধীন  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জহুরুল হক হল কুইজ ক্লাবের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে মুসআব আব্দুল্লাহ খন্দকার এবং সাধারণ সম্পাদক হিসেবে হৃদয় আহমেদ স্বাধীনকে মনোনীত করা হয়েছে। 

বৃহস্পতিবার (২০ মার্চ) জহুরুল হক হল কুইজ ক্লাব আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে উক্ত কুইজ ক্লাবের মডারেটর মো. নিরব আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটির সাধারণ সম্পাদক মোহতাসিন বিল্লাহ ইমনের উপস্থিতিতে এ কমিটি অনুমোদন করা হয়। 

কমিটির অনুমোদনে অনুস্বাক্ষর করেন প্রাক্তন সভাপতি নাফিস সাদিক ও মডারেটর মো. নিরব হোসেন। এ সময় কমিটির ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটিও ঘোষণা করা হয়। এক‌ই সঙ্গে আগামী এক মাসের মধ্যে নতুন এ কমিটিকে পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করতে বলা হয়।

কুইজ ক্লাবের নতুন সভাপতি মুস‌আব আব্দুল্লাহ খন্দকার আরবি বিভাগের ২০২০-২১ সেশন এবং সাধারণ সম্পাদক হৃদয় আহমেদ স্বাধীন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০-২১ সেশনের সাধারণ শিক্ষার্থী। তারা উভয়েই শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক ছাত্র।

এদিকে আংশিক কমিটিতে সহ-সভাপতি হিসেবে আরবি বিভাগের আবু উবাইদা আব্দুল্লাহ খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ফিন্যান্স বিভাগের মাশরাফি ইবনে সালাম তাসকিন, সাংগঠনিক সম্পাদক হিসেবে অর্থনীতি বিভাগের আদিল হোসেন চৌধুরী, দপ্তর সম্পাদক হিসেবে অর্থনীতি বিভাগের আবরার জাওয়াদ আফিফ, প্রচার সম্পাদক হিসেবে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের আশরাফুল ইসলাম আসিফ, অর্থ সম্পাদক হিসেবে বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের রিফাত হোসাইন, অনুষ্ঠান ও কর্মসূচি সম্পাদক হিসেবে সমাজবিজ্ঞান বিভাগের মো. মেহেদী হাসান নুহিন, প্রশিক্ষণ সম্পাদক হিসেবে জাপানিজ স্টাডিজ বিভাগের মো. তারেক হোসেন ও পাঠাগার সম্পাদক হিসেবে ইতিহাস বিভাগের তামজিত রহমান তনয়ের নাম ঘোষণা করা হয়। 

নিজের অনুভূতি জানিয়ে নবনিযুক্ত সভাপতি মুসআব আব্দুল্লাহ খন্দকার বলেন, আমাকে জহুরুল হক হলের কুইজ ক্লাবের সভাপতি হিসেবে মনোনীত করায় আমি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আমার ওপর অর্পিত দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করব এবং অতীতের শিক্ষা কাজে লাগিয়ে ঐতিহ্যবাহী শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থীদেরকে জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানাব। তাছাড়া আমি শিক্ষার্থীদের জন্য জ্ঞানচর্চার সুযোগ সৃষ্টির চেষ্টা চালিয়ে যাব।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence