গাজায় ইসরায়েলি গণহত্যায় ঢাবি সাদা দলের নিন্দা ও প্রতিবাদ

লোগো
লোগো  © সংগৃহীত

যুদ্ধ বিরতি ভঙ্গ করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহত হয়েছেন চার শতাধিক ফিলিস্তিনি। এছাড়া আহত হয়েছেন অনেকে। ঘর-বাড়ি হারিয়েছেন অসংখ্য মানুষ। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।

পাশাপাশি অবিলম্বে ফিলিস্তিনে যুদ্ধ বিরতি কার্যকর এবং যুদ্ধ বন্ধের আহ্বান জানায় সাদা দল। একইসঙ্গে বিশ্ববাসীকে ইসরাইলের ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং ফিলিস্তিনীদের পাশে সাহায্য নিয়ে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে সংগঠনটি। 

 বৃহস্পতিবার (২০ মার্চ) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এই আহ্বান জানান।


ঢাবি সাদা দলের নেতারা বলেন, এমনিতেই দীর্ঘ ১৫ মাসের টানা যুদ্ধে ফিলিস্তিনকে মৃত্যু উপত্যকা বানিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের গাজাসহ কয়েকটি অঞ্চল যেন বোমার আঘাতে বিধ্বস্ত। সর্বশেষ গত সোমবার (১৮ মার্চ) ভোরে পবিত্র রোজার মাসে যেভাবে পূর্ব সতর্কতা ছাড়াই বোমা হামলা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা নিঃসন্দেহে গণহত্যা। অসংখ্য মানুষ ও নিষ্পাপ শিশুর মৃতদেহ দেখার মতো নয়। আহতরা বীভৎস চেহারা নিয়ে কাতরাচ্ছেন। ঠিকমতো চিকিৎসাও পাচ্ছেন না। ইসরাইলের এমন বেআইনি ধ্বংসযজ্ঞ অমার্জনীয় অপরাধ। 

তারা আরও বলেন, ফিলিস্তিনের নিরীহ নারী-পুরুষ ও শিশুর মৃত্যু পুরো বিশ্ব বিবেককে নাড়া দিলেও তথাকথিত মানবতার ফেরিওয়ালা রাষ্ট্র আমেরিকা ও ইসরাইল একেবারেই যেন বধির। এ অবস্থায় আমরা বিশ্ববাসীকে আহ্বান জানাবো তারা যাতে দখলদার ও বেআইনি রাষ্ট্র ইসরাইলের ধ্বংসযজ্ঞ ও গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হয়। সেইসঙ্গে বহুজাতিক সংগঠন জাতিসংঘকে সবার আগে এগিয়ে আসতে হবে। যার যার সামর্থ্য অনুযায়ী নিরীহ ফিলিস্তিনিদের পাশে খাদ্য, বস্ত্র ও চিকিৎসা সহায়তা নিয়ে পাশে দাঁড়াতে হবে। অবিলম্বে ফিলিস্তিনে যুদ্ধ বন্ধ করে ফিলিস্তিনীদের পূর্ণ অধিকার ও মর্যাদা ফিরিয়ে দিয়ে তা রক্ষা করতে হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence