ধর্ষণের বিচারের দাবিতে ঢাবি শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

লোকপ্রশাসন বিভাগের বিক্ষোভ-সমাবেশ
লোকপ্রশাসন বিভাগের বিক্ষোভ-সমাবেশ  © সংগৃহীত

দেশব্যাপী চলমান ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। আজ রবিবার (৯ মার্চ) কোনো ধরনের ক্লাস-পরীক্ষায় অংশ নেননি তারা।

ক্লাস-পরীক্ষা বর্জন করা বিভাগগুলোর মধ্যে রয়েছে, রসায়ন বিভাগ, পদার্থ বিভাগ, প্রাণরসায়ন বিভাগ, অনুপ্রাণবিজ্ঞান বিভাগ  , ভূতত্ত্ব বিভাগ, ইংরেজি, দর্শন বিভাগ, ইতিহাস বিভাগ- ১৫তম ব্যাচ, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ- ১৩তম ব্যাচ, সমাজবিজ্ঞান বিভাগ, লোক প্রশাসন বিভাগ, টেলিভিশন ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগ, ভাষা বিজ্ঞান বিভাগ, বাংলা বিভাগের ১৭, ১৮তম ব্যাচ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট।  

এ দিন বেলা সোয়া ১২টায় বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা  সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন।  ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সমাবেশে মিলিত হন তারা

এ সময় শিক্ষার্থীরা, ‘ওই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস জাস্টিস’; ‘ওই  ওয়ান্ট জাস্টিস, হ্যাং দ্যা রেপিস্ট’; ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’;  ‘আমার বোনের কান্না, আর না আর না’; ‘একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে কবর দে’; ‘রশি লাগলে রশি নে, ধর্ষকদের ফাঁসি দে’; ‘ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও'; ‘ চব্বিশের বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগান দেন

শিক্ষার্থী তুয়াম্মুম কবির বলেন, আমরা এই ধর্ষকদের ১ মিনিটের ফাঁসি চাই না। আরও কঠিন শাস্তি কার্যকর করতে হবে। একজন ধর্ষিতা বোন যেমন কষ্ট সহ্য করে এদের তার চেয়ে কঠিন শাস্তির মাধ্যমে মৃত্যু নিশ্চিত করতে হবে।

বিভাগের প্রভাষক এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরিন আমিন ভূইয়া বলেন, আমরা শুধু আইনের কথা বলি, রুলসের দোহাই দেই। কিন্তু এই রেপিস্টদের শাস্তি দিতে ১০ দিনের বেশি সময় লাগার কথা না। ট্রাইব্যুনাল গঠন করে অতি দ্রুত প্রকাশ্য শাস্তি কার্যকর করতে পারলে ধর্ষণের পরিমাণ কমে আসবে।

বিভাগের অধ্যাপক সৈয়দা লাসনা কবির বলেন, এই ধর্ষকরা পশুর চেয়েও নিকৃষ্ট। পশুরা অন্তত তাদের বাচ্চাদের সাথে এসব করে না। কিন্তু আমাদের ছোট মেয়ে আসিয়াকেও তারা ছাড় দেয়নি। আমরা যেন এই ঘটনাগুলো ভুলে না যাই। আমরা ভুলে যাই বলেই ধর্ষকরা কিছুদিন পরপর তাদের রূপ দেখায়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence