সিইউডিএসের আয়োজনে চবিতে ইংরেজি বিতর্ক ফেস্ট অনুষ্ঠিত

২৬ জানুয়ারি ২০২৫, ১০:৫৫ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৭ AM
চবিতে সিইউডিএস আয়োজিত ইংরেজি বিতর্ক ফেস্ট অনুষ্ঠিত হয়

চবিতে সিইউডিএস আয়োজিত ইংরেজি বিতর্ক ফেস্ট অনুষ্ঠিত হয় © টিডিসি

চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) উদ্যোগে আয়োজিত হয়েছে দুই দিনব্যাপী ইংরেজি বিতর্ক উৎসব ‘সিইউ ডিবেট ফেস্ট ২০২৫’। শুক্রবার বিতর্কের প্রথম পর্ব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে ও শনিবার দ্বিতীয় দিন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে সমাপনী পর্ব এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হয়।

এবার চার পর্বের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উৎসবের চূড়ান্ত পর্বে সেরা চার দল অংশগ্রহণ করে বিজয়ী হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের বিতার্কিক দল। রানার্সআপ হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিজনেস ডিবেটিং অ্যাসোসিয়েশনের (এফবিডিএ) বিতার্কিক দল। এ ছাড়া যুগ্মভাবে প্রতিযোগিতার সেরা বিতার্কিক হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের বিতার্কিক আহনাফ কামরান তৌকি ও সিইউএফবিডিএর বিতার্কিক সাবরিনা আক্তার। পাশাপাশি ফাইনাল রাউন্ডের সেরা বিতার্কিক নির্বাচিত হন আহনাফ কামরান তৌকি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেটলাইফ বাংলাদেশের অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট ও সিইউডিএসের সাবেক সভাপতি মো. আব্দুস সামাদ হিমেল, ইপসার সহকারী পরিচালক ও ইয়ুথ ফোকাল মো. আব্দুস সবুর, চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি মারজুক-ই-ইলাহী এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইমন।

ইংরেজি মাধ্যমের এই বিতর্ক উৎসবটি ট্যাব ফরম্যাটে ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটের আদলে আয়োজিত হয়। সমগ্র বাংলাদেশের মোট ২৪ টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় বিতার্কিক ও বিচারকসহ তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

উৎসবের আহ্বায়ক মারজুক-ই-ইলাহী বলেন, ‘সিইউডিএস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যুক্তি-তর্কের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশে দীর্ঘ ২৯ বছর ধরে কাজ করে আসছে। শুধু বিতর্কে অংশগ্রহণই নয়, বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে বাংলাদেশে একটি যুক্তিনির্ভর তরুণ সমাজ গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।’

অনুষ্ঠানের অতিথিরা সমসাময়িক বাস্তবতায় বিতর্কের ভবিষ্যৎ বক্তব্য তুলে ধরেন। 

আয়োজনটির আর্থিক সহায়তায় ছিলো বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ও ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)। এ ছাড়া আরও সহযোগী পৃষ্ঠপোষক হিসেবে স্ন্যাকস পার্টনার কুড়মুড়ে, বেভারেজ পার্টনার স্টারশিপ ম্যাংগো মিল্ক, কফি পার্টনার নেসক্যাফে, ডিজিটাল পার্টনার ব্রেইনিজ্যাট, ইয়ুথ এঙ্গেজমেন্ট পার্টনার টিবিএস গ্র‍্যাজুয়েটস এবং স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে এমবিএ অ্যাসোসিয়েশন, ইউনিভার্সিটি অব চিটাগং (এমএইউসি)। এ ছাড়া মিডিয়া পার্টনার হিসেবে দ্যা ডেইলি ক্যাম্পাস ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)।

উল্লেখ্য, ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিতর্কচর্চার পরিবেশ সৃষ্টি এবং বিতার্কিক তৈরি করে শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে কাজ করে চলেছে। এরই ধারাবাহিকতায় তরুণ সমাজের মধ্যে চিন্তাচেতনার জাগরণের প্রয়াস হিসেবে এ প্রতিযোগিতা আয়োজিত হয়।

চব্বিশ প্রমাণসহ নাহিদের আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে অভিয…
  • ২৮ জানুয়ারি ২০২৬
এটুআই প্রোগ্রামের সঙ্গে সমঝোতা স্মারক, ক্যাশলেস হচ্ছে বিএমইউ
  • ২৮ জানুয়ারি ২০২৬
এনএসইউর স্কুল অব হিউম‍্যানিটিজ অ‍্যান্ড সোশ্যাল সায়েন্স আন…
  • ২৮ জানুয়ারি ২০২৬
১৪ বছর পর ঢাকা–করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে কাল
  • ২৮ জানুয়ারি ২০২৬
অবশেষে বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ
  • ২৮ জানুয়ারি ২০২৬
গণভোট বিষয়ে প্রচারণায় কিশোরগঞ্জে ‘ভোটের গাড়ি’
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage