ইংরেজি ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির জন্য রাবিতে বৃত্তি প্রদান

বৃত্তি প্রদান অনুষ্ঠান
বৃত্তি প্রদান অনুষ্ঠান  © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের ইংরেজি ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির জন্য বৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে ‘স্কলারশিপ ফর বিজনেস এন্ড সোশ্যাল ইংলিশ’ শীর্ষক বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানটির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান। এতে সভাপতিত্ব করেন  বিশ্ববিদ্যালয়ের কাউন্সেলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের (সিসিডিসি) পরিচালক প্রফেসর মো. নূরুল মোমেন। 

এছাড়া উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. ফরিদ উদ্দীন খান, সিসিডিসি’র সহকারী পরিচালক অধ্যাপক মো. আদিল হাসান চৌধুরী ও অধ্যাপক মো. গোলবার হোসেন, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার, প্রক্টর অধ্যাপক মো. মাহবুবুর রহমান, ছাত্র উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)’র ফিউচার ন্যাশন প্রজেক্টে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) ও গ্রামীনফোনের আর্থিক পৃষ্ঠপোষকতায় রাবিতে সিসিডিসি’র সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রথম দিনে লোক প্রশাসন ও সমাজকর্ম বিভাগের প্রায় ৪০০ জন শিক্ষার্থী ওরিয়েন্টেশন ও রেজিস্ট্রেশন কার্যক্রমে অংশগ্রহণ করেন। 

ইংরেজি কোর্স এর রেজিস্ট্রেশন অনুষ্ঠানে ইউএনডিপি’র আঞ্চলিক প্রতিনিধি সৌমিত্র বিশ্বাস শিক্ষার্থীদের ইংরেজি কোর্সের ইনরোলমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করেন। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence