ঢাবি সম্প্রীতি ত্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিজয় একাত্তর হল

ঢাবি সম্প্রীতি ত্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় বিজয় একাত্তর হল
ঢাবি সম্প্রীতি ত্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় বিজয় একাত্তর হল  © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কমল মেডি এইডের উদ্যোগে সম্প্রীতি আন্তঃহল শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এ ফাইনাল খেলায় জগন্নাথের হলের মুখোমুখি হয় বিজয় একাত্তর হল। উত্তেজনাপূর্ণ ম্যাচে জগন্নাথ হলকে শেষ ওভারে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বিজয় একাত্তর হল।

সোমবার (৬ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ভাবনা চত্বরে টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় জগন্নাথের হলের মুখোমুখি হয় বিজয় একাত্তর হল। টানটান উত্তেজনাপূর্ণ এ ম্যাচে জগন্নাথ হলকে শেষ ওভারে পরাজিত করে বিজয় একাত্তর হল। টুর্নামেন্টে ম্যান অব দি টুর্নামেন্ট নির্বাচিত হন হৃদয়। ৩ ম্যাচে তার সংগ্রহে ছিল ১৩০ রান ও ৫ উইকেট।

খেলা শেষে চ্যাম্পিয়ন  বিজয় একাত্তর দলকে ২০ হাজার টাকা প্রাইজমানি ও রানার্সআপ দল জগন্নাথ হলকে ১৫ হাজার টাকা, ম্যান অব দ্য টুর্নামেন্টকে ৫ হাজার টাকা এবং ট্রফি-মেডেল তুলে দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে।

কমল মেডি এইড, ঢাবির প্রতিষ্ঠাতা তানভীর বারী হামিমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী  ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, ঢাবি সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক মোতাহের হোসেন ও ঢাবি ছাত্রদল সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। 

প্রক্টর সাইফুদ্দীন আহমেদ তার বক্তব্যে শিক্ষার্থীদের মধ্যকার সম্প্রীতি বর্ধিত করার লক্ষ্যে আয়োজিত টুর্নামেন্টের প্রশংসা করেন এবং সুস্হ দেহ ও সুন্দর মন গঠনের পিছে খেলাধুলার ভূমিকা তুলে ধরেন।

এ ছাড়া ফাইনাল খেলা চলাকালে বিজয় একাত্তর হলের প্রভোস্ট ড. স ম আলী রেজা এবং জগন্নাথ হলের হাউস টিউটররা উপস্হিত ছিলেন।
 
আয়োজক তানভীর বারী হামিম ১৩টি হলের সকস খেলোয়াড়, দর্শক ও শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন করেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence