আর্থিক অনিয়মের অভিযোগে রাবি অধ্যাপককে সাময়িক অব্যাহতি

২২ ডিসেম্বর ২০২৪, ০৮:০০ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪০ PM
অধ্যাপক ড. মো. আতাউর

অধ্যাপক ড. মো. আতাউর © সংগৃহীত

আর্থিক অনিয়মের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উর্দু বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. আতাউরের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠিত হয়েছে। কমিটির কার্যক্রম চলাকালীন ওই বিভাগের যাবতীয় অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে তাঁকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার (২২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, ‘গত ১২ ডিসেম্বরে অনুষ্ঠিত ৫৩৫তম সিন্ডিকেট সভার সিদ্ধান্তে ৪০(২)-এ তাঁর সভাপতির মেয়াদকাল (২০২১ সালের ১৪ জানুয়ারি থেকে ২০২৪ সালের ১৩ জানুয়ারি) পর্যন্ত সময়ের আয়-ব্যয়ের সমুদয় হিসাব সম্পর্কে অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত তাঁকে উর্দু বিভাগের সকল প্রকার একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে উর্দু বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, তিনি ৩ বছর মেয়াদে সভাপতি থাকালে বিভাগের তহবিল থেকে ৩টি অ্যাকউন্ট থাকা মোট চব্বিশ লক্ষ উননব্বই হাজার পাঁচশত আশি টাকা উত্তোলন করেছেন। কিন্তু এ বছরের ১৪ ফেব্রুয়ারিতে সভাপতির দায়িত্ব হস্তান্তরের দিন তিনি উক্ত টাকার কোনো প্রকার হিসাব ও ভাউচার জমা দেননি। পরবর্তীকালে বিষয়টি বিভাগের অ্যাকাডেমিক কমিটি ও পরিকল্পনা কমিটির সভার আলোচনার সিদ্ধান্ত মোতাবেক বিভাগের আয়-ব্যয়ের হিসাব ও ভাউচারসমূহ জমা দানের জন্য তাঁকে পরপর ৬টি পত্র প্রদান করা হয়। কিন্তু তিনি আয়-ব্যয়ের হিসাব ও ভাউচারসমূহ কোনোটাই জমা দেননি।

তিনি আরো বলেন, সভাপতির দায়িত্ব শেষ করার প্রায় ১০ মাস অতিবাহিত হলেও কোনো হিসাব না পেয়ে সর্বশেষ বিষয়টি গত ২১ নভেম্বর বিভাগীয় অ্যাকাডেমিক কমিটির ৫৫তম এবং ২৫ নভেম্বর অনুষ্ঠিত বিভাগীয় পরিকল্পনা কমিটির ৩০তম সভায় আলোচনা করে রেজিস্ট্রার বরাবর অভিযোগ করা হয়েছিল। অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ট্যাগ: অনিয়ম
নতুন প্রোগ্রাম চালুর পরিকল্পনা বিসিবির
  • ১১ জানুয়ারি ২০২৬
জাপা ও এনডিএফ প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ কেন অবৈধ নয়: হ…
  • ১১ জানুয়ারি ২০২৬
রিটার্নিং কর্মকর্তাদের নিষ্ক্রিয়তার পেছনে মব ভয় কাজ করছে: জ…
  • ১১ জানুয়ারি ২০২৬
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪০, আ…
  • ১১ জানুয়ারি ২০২৬
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে স্কুলছাত্রী নিহত
  • ১১ জানুয়ারি ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিনিধিদের নিয়ে সমন্বয় সভা ইসির
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9