রাবির বিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৮৮ শিক্ষক-শিক্ষার্থী

ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান
ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান  © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজ্ঞান অনুষদের ৩৪ জন শিক্ষক ও ৫৪ জন শিক্ষার্থী ২০২৩ ও ২০২৪ সালের ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীব। বিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর নাসিমা আখতারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান। 

অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষার্থীদের সনদ ও পুরস্কারের চেক প্রদান করা হয়। সেখানে অন্যদের মধ্যে পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর এম খলিলুর রহমান খান ও পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট বিভাগের প্রফেসর মো. আশরাফুল ইসলাম খানও বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ৪ জন শিক্ষককে ২০২৩ সালের ডিনস অ্যাওয়ার্ড ও ১৬ জন শিক্ষককে একই বছরের ডিনস আর্টিকেল অ্যাওয়ার্ড এবং ৪ জন শিক্ষককে ২০২৪ সালের ডিনস অ্যাওয়ার্ড ও ১০ জন শিক্ষককে ডিনস আর্টিকেল অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

সেখানে ২০২১ সালের স্নাতক (সম্মান) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ২৯ জন এবং ২০২২ সালের স্নাতক (সম্মান) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ২৫ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

রাবির জনসংযোগ দফতর জানায়, ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে ৩ জন প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান, ২ জন পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ও ১ জন করে ফার্মেসি, পরিসংখ্যান ও গণিত বিভাগের। 

ডিনস আর্টিকেল অ্যাওয়ার্ড শিক্ষকদের মধ্যে ৫ জন করে প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান, গণিত, পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের; ৪ জন পদার্থবিজ্ঞান, ২ জন করে ফার্মেসি, রসায়ন ও ফলিত গণিত এবং ১ জন পরিসংখ্যান বিভাগের।

ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ৭ জন করে গণিত, রসায়ন, পরিসংখ্যান ও ফার্মেসি; ৬ জন করে পদার্থবিজ্ঞান, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান ও ফলিত গণিত; ৩ জন পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এবং ৫ জন শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের।

শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, কোনো অ্যাওয়ার্ডই ব্যক্তিগত অর্জন নয়, এর পেছনে বহু মানুষের অবদান থাকে। পরিবার, রাষ্ট্র ও সমাজের অবদান ভুলে গেলে চলবে না। পুরস্কার পাওয়া আনন্দের, কিন্তু এর সঙ্গে দায়িত্বও বেড়ে যায়। নাগরিক হিসেবে যদি সেই দায়িত্ব অনুভব না করি, তবে পুরস্কারের মূল্য থাকে না। আমাদের বিশ্ববিদ্যালয় ২০১৪ সালে ডিনস অ্যাওয়ার্ড প্রদান শুরু করে। আমরা ইতোমধ্যে এক দশক পার করেছি। আমরা আশাবাদী যারা আজকের অ্যাওয়ার্ড পেলেন তারা আরো বেশি বেশি করে গবেষণায় মনোযোগী হবেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দিন খানসহ বিভিন্ন অনুষদের ডিনসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ