ঢাবিতে ট্রাফিক নিয়ন্ত্রণ দলের কার্যক্রম পরিদর্শন উপাচার্যের

২৯ নভেম্বর ২০২৪, ০৯:৩৬ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১১ PM
ঢাবি ক্যাম্পাসে ট্রাফিক নিয়ন্ত্রণে প্রক্টরিয়াল টিমের কাজ পরিদর্শন করেন উপাচার্য

ঢাবি ক্যাম্পাসে ট্রাফিক নিয়ন্ত্রণে প্রক্টরিয়াল টিমের কাজ পরিদর্শন করেন উপাচার্য © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ট্রাফিক নিয়ন্ত্রণে প্রক্টরিয়াল টিমের সঙ্গে কাজ করা বিএনসিসি, রোভার স্কাউট গ্রুপ এবং রেঞ্জার ইউনিট সদস্যদের কার্যক্রম পরিদর্শন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

শুক্রবার (২৯ নভেম্বর) রাতে টিএসসি চত্বরসহ বিভিন্ন স্থানে দায়িত্বরত এ দলের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এসময় প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ ড. মো. ফারুক শাহ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে উপাচার্য প্রক্টরিয়াল টিম, বিএনসিসি, রোভার স্কাউট গ্রুপ এবং রেঞ্জার ইউনিট সদস্যদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা দেন। তিনি ক্যাম্পাসে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করায় শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ দেন। এ ধরনের স্বেচ্ছাসেবামূলক কাজ অব্যাহত রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান ড. নিয়াজ আহমদ খান।

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি, রোভার স্কাউট গ্রুপ এবং রেঞ্জার ইউনিট সদস্যদের সমন্বিত একটি দল প্রক্টরিয়াল টিমের সদস্যদের সঙ্গে সমন্বয় করে টিএসসি, রোকেয়া হল, মল চত্বর, মেট্রোরেল স্টেশন প্রাঙ্গণসহ ক্যাম্পাসের বেশ কিছু স্থানে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে কাজ করছে।

জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলন পাবনার সভাপতি
  • ২৯ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানালেন বিএনপি নেতা
  • ২৯ জানুয়ারি ২০২৬
নজরুল কলেজ পরীক্ষাকেন্দ্রে ব্যাপক নকলের অভিযোগ সোহরাওয়ার্দ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
লাল ফিতা সংস্কৃতি চিরতরে ভাঙা হবে, শিল্প মালিকদের অঙ্গীকার …
  • ২৯ জানুয়ারি ২০২৬
পাচার করা অর্থ ফিরিয়ে আনলে রাষ্ট্র তাদেরকে আরও সম্মান দেবে:…
  • ২৯ জানুয়ারি ২০২৬
দুই রাষ্ট্রপতির নামে থাকা সরকারি কলেজের নাম পরিবর্তন, প্রজ্…
  • ২৯ জানুয়ারি ২০২৬