জাতীয় বিশ্ববিদ্যালয় © লোগো
আওয়ামী লীগ আমলে দায়িত্ব পালন করা দুই রাষ্ট্রপতির নামে থাকা সরকারি কলেজের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রজ্ঞাপনটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
এরমধ্যে রয়েছে ভৈরবে সাবেক (প্রয়াত) রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের নামে সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ এবং কিশোরগঞ্জের ইটনার রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারি কলেজ। এ দুটি কলেজের নাম পরিবর্তন করে ভৈরব সরকারি মহিলা কলেজ ও ইটনা সরকারি কলেজ করা হয়েছে।
এছাড়া একই প্রজ্ঞাপনে বরিশালের শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি টিচার্স ট্রেনিং কলেজের নাম পরিবর্তন করে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, বরিশাল করা হয়েছে।
প্রজ্ঞাপনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-৪ শাখা কর্তৃক ২০২৫ সালের ২৮ জুলাই জারিকৃত পত্রের আলোকে এই পরিবর্তন বলে দাবি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) অনুমোদনক্রমে অধিভুক্ত এই তিন কলেজ ও সংশ্লিষ্ট দপ্তরকে প্রজ্ঞাপনের এ নির্দেশ বাস্তবায়ন করার জন্য অনুরোধ করা হয়েছে।