অবশেষে ঢাবি ক্যাম্পাসে শাটল বাস সার্ভিস চালু

২৮ নভেম্বর ২০২৪, ০৪:৫০ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১৪ PM

© টিডিসি ফটো

ইতিহাসে প্রথমবারের মতো ছাত্র-ছাত্রীদের জন্য ক্যাম্পাসে শাটল বাস সার্ভিস চালু করল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সম্মুখে প্রকল্পটি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

এসময় উপাচার্য বলেন, এটা একটা ছোট ইতিবাচক পদক্ষেপ। আমাদের সীমিত সামর্থ্যে এর চেয়ে বেশি কিছু করার সামর্থ্য ছিল না। এর পেছনে প্রতিদিন ৯ হাজার টাকা খরচ হবে। সবাইকে মিলে আমরা একটা যাত্রা শুরু করলাম। আমরা সবার কাছে সহযোগিতা কামনা করছি।

উপ-উপাচার্য অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, প্রশাসনের দিক থেকে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। আমরা চেষ্টা করছি ছেলেমেয়েদের যে দাবি-দাওয়াগুলো আছে সেগুলো পূরণ করার। ভবিষ্যতে আমরা এ ধারা অব্যাহত রাখব।

শাটল বাস সার্ভিস চালুতে উচ্ছাস প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় খালিদ হাসান নামে এক শিক্ষার্থী বলেন, আমাদের নিরাপদ ক্যাম্পাসের জন্য এটা অনেক অবদান রাখবে। ক্যাম্পাসে রিকশার পরিমাণ কমবে। অনাকাঙ্ক্ষিত ঘটনা কমবে। প্রশাসন আমাদের দাবি গুলো মেনে নেওয়ায় প্রশাসনকে ধন্যবাদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রক্টর ড. সাইফুদ্দিন আহমেদ খান, রেজিস্ট্রার মুনসি শামস উদ্দিন আহম্মদ, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

উল্লেখ্য, পরীক্ষামূলকভাবে আগামী তিন মাস এ সার্ভিস চালু থাকবে। তিনটি রুটে তিনটি নন–এসি মিনিবাস চক্রাকারে ক্যাম্পাসে চলবে। বাসগুলো সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত চালু থাকবে।

সাজিদ হত্যা থেকে রেজিস্ট্রার পদ নিয়ে হট্টগোল—বছরজুড়ে ঘটনাবহ…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শাস্তি বাড়িয়ে ‘স্মোকিং জোন’ বাতিল, যেসব স্থানে ধূমপান করা য…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
পাবিপ্রবির সাবেক শিক্ষার্থীর জীবন বাঁচাতে মানবিক সহায়তার আব…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
চালককে হত্যা করে অটোরিকশা নিয়ে উধাও দুর্বৃত্তরা
  • ৩১ ডিসেম্বর ২০২৫
কুবির ভর্তির আবেদন শেষ আজ, এখন পর্যন্ত কত আবেদন পড়ল?
  • ৩১ ডিসেম্বর ২০২৫
গাজায় ৩৭টি আন্তর্জাতিক ত্রাণ সংস্থার লাইসেন্স বাতিল করছে ইস…
  • ৩১ ডিসেম্বর ২০২৫