জাবিতে ছাত্রদলের সাঁটানো পোস্টার ছেড়ার অভিযোগ চারুকলার শিক্ষার্থীদের বিরুদ্ধে

  © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক সাঁটানো পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীদের বিরুদ্ধে।

সোমবার (২৫ নভেম্বর) প্রশাসনিক ভবনের ফটকের সামনে আন্দোলন করছিলেন চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। এ সময় প্রশাসনিক ভবনের সামনে সাঁটানো একটি পোস্টার ছিড়ে ফেলা হয়েছে বলে দাবি ছাত্রদলের নেতাকর্মীদের।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। তারা বলছেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলের লাগানো পোস্টার ছেড়ে ফেলা হয়েছে। চারুকলা বিভাগের শিক্ষার্থীদের কর্তৃক এমন আচরণ কাম্য নয়।

ক্ষোভ প্রকাশ করে শাখা ছাত্রদলের সংগঠক জাকিরুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেন, চারুকলা বিভাগের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করতেছেন, আপনাদের যা মনে চায় করতে পারেন ভালো কথা কিন্তু মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও দেশের গর্বিত নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের "ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস" উপলক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল কর্তৃক সাঁটানো পোস্টারগুলো  নিয়ে আপনাদের কি সমস্যা?

প্রতিবাদ জানিয়ে বলেন, এই ন্যাক্কারজনক ও অগণতান্ত্রিক আচরণ আমাদের গণতান্ত্রিক চর্চা এবং বহুদলীয় সংস্কৃতির ওপর একটি চরম আঘাত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোরালো দাবি জানাচ্ছি, এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক এবং ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা হোক।

জাবি ছাত্রদল নেতা এম আর মুরাদ বলেন, এই দেয়ালগুলোতে আশেপাশে অনেক পোস্টার থাকা সত্ত্বেও আন্দোলনকারীরা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ভিন্ন কোনো এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি সম্বলিত পোস্টারটি ছিড়ে ফেলে। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল তাদের এমন ঘৃণিত কর্মকাণ্ডের তীব্র নিন্দা জ্ঞাপন করছি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence