জুলাই হামলা, জাবি তদন্ত কমিটির প্রধানকে হত্যার হুমকি

২৩ নভেম্বর ২০২৪, ০১:৫৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
অধ্যাপক মো. মনিরুজ্জামান

অধ্যাপক মো. মনিরুজ্জামান © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার তদন্ত কমিটির প্রধান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক মো. মনিরুজ্জামানকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে।

শনিবার (২৩ নভেম্বর) অধ্যাপক মনিরুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় গত বৃহস্পতিবার আশুলিয়া থানায় সাধারণ ডায়েরিও করেছেন বলে জানিয়েছেন তিনি।

সাধারণ ডায়েরি থেকে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় একটি নম্বর থেকে অধ্যাপক মো. মনিরুজ্জামানকে মিসড কল দেওয়া হয়। পরে তিনি ওই নম্বরে ফোন দিলে বিশ্ববিদ্যালয়ের জুলাই ২৪-এর হামলা ঘটনার তদন্ত কমিটির প্রধান হওয়ার কারণে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। একই সঙ্গে তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণে হত্যাসহ বিভিন্ন হুমকি দেওয়া হয়।

আরও পড়ুন: জাবিতে ছাত্রশিবিরের মাসব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচি

এ বিষয়ে অধ্যাপক মো. মনিরুজ্জামান বলেন, ‘এটা আমার কাছে একদমই অপ্রত্যাশিত ছিল। ফোনে আমাকে জুলাই তদন্ত কমিটির বিষয় উল্লেখ করে চাকরি খেয়ে ফেলা, অকথ্য ভাষায় গালাগালি এবং প্রাণে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে আমি আশুলিয়া থানায় একটি জিডি করেছি।’

রাতে ঘুম না আসলে কী করবেন?
  • ৩০ জানুয়ারি ২০২৬
কবি নজরুল কলেজে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের নকলের ছড়াছ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ডিজিটাল বাংলাদেশে সনাতন গোবিপ্রবি, ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ৩০ জানুয়ারি ২০২৬
জাপানের এনইএফ বৃত্তি পেল শেকৃবির ২৯ শিক্ষার্থী
  • ৩০ জানুয়ারি ২০২৬
জমিজমা নিয়ে বিরোধে বিএনপি নেতার মৃত্যুকে ‘জামায়াতের হামলায় …
  • ৩০ জানুয়ারি ২০২৬
শেরপুরে জামায়াত সেক্রেটারি নিহতের প্রতিবাদে এনসিপির মশাল মি…
  • ৩০ জানুয়ারি ২০২৬