রাবিতে সাংবাদিক মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)  © সংগৃহীত

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন সাংবাদিক সংগঠনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ৫ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) তদন্ত কমিটি সদস্য সচিব এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তদন্ত কমিটিতে কলেজ পরিদর্শক অধ্যাপক ড. এফ. নজরুল ইসলামকে সভাপতি করা হয়েছে। অন্যান্য সদস্যরা হলেন সমাজবিজ্ঞান বিভাগ অধ্যাপক ড. মুন্সী ইসরাইল হোসেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আরিফুল ইসলাম, মাদার বখশ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শাহ্ হোসাইন আহমদ মেহদী ও সদস্য সচিব মো. আমিরুল ইসলাম কনক। 

অধ্যাপক আমিরুল ইসলাম বলেন, বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। তদন্ত শেষে আমরা প্রতিবেদন জমা দেব। পরবর্তীকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন।

উল্লেখ্য, আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের খেলাকে কেন্দ্র করে সোমবার বিকেল থেকে কয়েক দফায় আইন ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আইন বিভাগের শিক্ষক মাহফুজুর রহমানসহ দুই বিভাগের বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন।

ধাওয়া পাল্টা ধাওয়ার একপর্যায়ে পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সাংবাদিক আবু ছালেহ শোয়েব ভিডিও ধারণ করতে গেলে মার্কেটিং বিভাগের আনুমানিক ৫০-৬০ জন শিক্ষার্থী তার দিকে তেড়ে আসে এবং মারধর শুরু করে। ওই সময় তাদের মধ্য থেকে ৫-৭ জন শিক্ষার্থী তার গেঞ্জির কলার চেপে ধরে জোরপূর্বক মোবাইল ফোনে ধারণকৃত ভিডিও ডিলিট করতে বাধ্য করে। শোয়েব সাংবাদিকতার পরিচয়পত্র দেখালেও উদ্ধত শিক্ষার্থীরা সেটি ছিড়ে ফেলে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। এসময় প্রেসক্লাবের সভাপতিসহ একাধিক সহকর্মী এগিয়ে আসলে তাদেরকেও হেনস্তা করা হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence