১৬ বছরের দুর্নীতি অনুসন্ধানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কমিটি

১৪ নভেম্বর ২০২৪, ১০:১২ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM

© ফাইল ফটো

গত ১৬ বছরের মধ্যে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ এবং বিভিন্ন ভৌত অবকাঠামো নির্মাণে কোনো দুর্নীতি বা অনিয়ম হয়েছে কিনা, তা খতিয়ে দেখতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ ১০ সদস্যবিশিষ্ট একটি অনুসন্ধান কমিটি গঠন করেছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৫৬তম জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী বিগত প্রায় ১৫/১৬ বছরের নিয়োগ ও অর্থনৈতিক কার্যক্রমের সম্ভাব্য অনিয়ম তদন্তে এই উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান। অন্যান্য সদস্যরা হলেন, মার্কেটিং বিভাগের অধ্যাপক এস.এম. সালামত উল্যা ভুঁইয়া, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দিন, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রুমানা আক্তার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ অছিয়র রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাখাওয়াত হুসাইন, আইন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন চৌধুরী, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোর্শেদুল হক, এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাহাব উদ্দিন। এছাড়া, চবির ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে কমিটির সভাপতি অধ্যাপক ড. আতিয়ার রহমান বলেন, বিগত ১৫/১৬ বছরে বিশ্ববিদ্যালয়ের সকল দুর্নীতি তদন্তে একটি কমিটি গঠিত হয়েছে। আমরা দ্রুতই কমিটির সদস্যদের সাথে আলোচনা করে একটি রোড ম্যাপ তৈরি করবো। 

তিনি বলেন, বর্তমানে দুর্নীতির সংজ্ঞা এমন হয়ে গেছে, দুর্নীতি বলতে অর্থনৈতিক দুর্নীতিকেই বড় করে দেখা হয়। তবে আমরা মনে করি যে আমাদের শুধু অর্থনৈতিক দুর্নীতির মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত না। এক্ষেত্রে আমরা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে সকল কাজে সংঘটিত দুর্নীতির তদন্ত করে সেটাকে উত্তরণের জন্য সুপারিশ করাটাই হবে এ কমিটির কাজ। 

অভিনয়ে বছরের প্রথম পুরস্কার পেলেন জয়া আহসান
  • ৩০ জানুয়ারি ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, স্বেচ্ছাসেবক দলের ৬ নেতাকর্মী বহিষ্কার
  • ৩০ জানুয়ারি ২০২৬
রাতে ঘুম না আসলে কী করবেন?
  • ৩০ জানুয়ারি ২০২৬
কবি নজরুল কলেজে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের নকলের ছড়াছ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ডিজিটাল বাংলাদেশে সনাতন গোবিপ্রবি, ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ৩০ জানুয়ারি ২০২৬
জাপানের এনইএফ বৃত্তি পেল শেকৃবির ২৯ শিক্ষার্থী
  • ৩০ জানুয়ারি ২০২৬