শহীদ ওয়াসিমদের স্মরণে জাবিতে ছাত্রদলের গ্রাফিতি

০৭ নভেম্বর ২০২৪, ০৮:৪৭ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গ্রাফিতি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গ্রাফিতি © টিডিসি

জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের উদ্যোগে বিভিন্ন দেওয়ালে গ্রাফিতি অঙ্কন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল তিনটায় জাবি শাখা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির উদ্দিন মোহাম্মদ বাবর এর উদ্বোধনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের দেওয়ালে শহীদ ওয়াসিম আকরাম, শহীদ শ্রাবণ গাজী এবং শহীদ আলিফ আহমেদের প্রতিরূপ ফুটিয়ে তোলা হয়। 

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ফ্যাসিস্ট হাসিনার নৃসংসতা ও শহীদদের স্পিরিটকে ধারণ করতেই আমাদের এই উদ্যোগ। শহীদদের আত্মত্যাগ আমাদের শোষণের বিরুদ্ধে লড়াইয়ের অনুপ্রেরণা জোগায় এবং তাদের এই আত্মত্যাগ আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। শহীদ ওয়াসিম, শহীদ শ্রাবণ গাজী ও শহীদ আলিফের স্মৃতিকে জাগ্রত রাখতে আমাদের এই প্রচেষ্টা চলমান থাকবে।

এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন শহীদ রফিক-জব্বার হলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশিদুল ইসলাম রোমান, ছাত্রদল নেতা মোহাম্মদ তরিকুল ইসলাম, মিজানুর রহমান, মেহেদী ইমন, জামিল হোসেন আদনান, সৌরভ মৃধা, মির্জা জহিরুল, তানিম হাসান, কাজী রাইসুল, ইমাম হোসেন, আলিফ, বাবু, হিমেল, মুহিবুল্লাহ সহ শাখা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।

গ্রাফিতি অঙ্কনের মাধ্যমে জাবি ছাত্রদল শহীদদের স্মরণে শোক ও শ্রদ্ধা প্রকাশ করেছে, যা তাঁদের সংগ্রাম ও আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা ও অনুপ্রেরণার প্রতীক হিসেবে দাঁড়িয়েছে।

দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১১ দলীয় জোট বিজয়ী হলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত হবে: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
​পটুয়াখালী-৩: নুর ও মামুনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জেলা কারাগার থেকে হাজতির পলায়ন, ডেপুটি জেলারসহ বরখাস্ত ৮
  • ৩১ জানুয়ারি ২০২৬