যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন ঢাবি উপাচার্য

অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান
অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান  © অফিশিয়াল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান যুক্তরাষ্ট্র সফর শেষে আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে দেশে ফিরেছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ‘দি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস্ (আইএফইএস)’-এর আমন্ত্রণে তিনি গত ২ নভেম্বর যুক্তরাষ্ট্র গমন করেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সফরকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সরাসরি পর্যবেক্ষণ ও প্রত্যক্ষ করেন। এসময় তিনি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন, ডি.সি., ম্যারিল্যান্ড এবং ভার্জিনিয়া অঙ্গরাজ্যের বিভিন্ন নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন।

সফরকালে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ইউএস স্টেট ডিপার্টমেন্ট, ইউএসএইড এবং আইএফইএস-এর উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পৃথক পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তিনি জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্মৃতিস্তম্ভ ও কর্নার নির্মাণ, অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব স্থাপন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফেলোশিপ প্রদান ও ইন্টার্নশিপ করার সুযোগ সৃষ্টিসহ বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগে চলমান ‘ডেমোক্রেসি ফর্ম থিওরি টু প্র্যাকটিস’ শীর্ষক কোর্সের সম্প্রসারণের বিষয়ে আলোচনা করা হয়। ইউএস স্টেট ডিপার্টমেন্ট, ইউএসএইড এবং আইএফইএস-এর কর্মকর্তাগণ এসব ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সম্ভাব্য সকল সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

উল্লেখ্য, আইএফইএস-এর আমন্ত্রণে ‘ইউএস ইলেকশন প্রোগ্রাম’-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানসহ বিশ্বের ৬০টি দেশের ৫শ’ প্রতিনিধি অংশগ্রহণ করেন। প্রতিনিধিদের মধ্যে ছিলেন বিভিন্ন দেশের নির্বাচন কমিশনার, নির্বাচন পর্যবেক্ষক, রাজনৈতিক বিশ্লেষক, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence