ব্র্যাকের সঙ্গে রাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চুক্তি

০৫ নভেম্বর ২০২৪, ০৪:১৭ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০১ PM
বিআইএসডির রাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সমঝোতা চুক্তি হয়

বিআইএসডির রাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সমঝোতা চুক্তি হয় © টিডিসি

ব্র্যাক ইনস্টিটিউট অব স্কিলস ডেভেলপমেন্টেরের (বিআইএসডি) সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সমঝোতা চুক্তি সম্পন্ন হয়েছে। এতে সহযোগিতার রূপরেখাসহ শিক্ষার্থীদের এক মাসের 'ডিজিটাল দক্ষতা এবং চাকরির ইন্টারভিউ বুটক্যাম্প' তুলে ধরা হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের ৪২৫ নম্বর কক্ষে ‘ডিজিটাল স্কিলস অ্যান্ড ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এরপরই উভয়ের মধ্যে চুক্তি সম্পন্ন হয়। এতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পক্ষে সভাপতি ড. মো. শরিফুল ইসলাম এবং ব্র্যাকের পক্ষে কেন্দ্রীয় সমন্বয়কারী ওসমান গণি স্বাক্ষর করেন।

এটির উদ্দেশ্য শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা বাড়ানো, চাকরির ইন্টারভিউ প্রস্তুতি এবং দক্ষতা বৃদ্ধি। এ ছাড়া শিক্ষার্থীদের ব্যাবহারিক ক্যারিয়ার নির্দেশিকা, ইন্টার্নশিপ এবং নেটওয়ার্কিং সুযোগ প্রদান করা। বুটক্যাম্পে শনিবার সেশনসহ চার সপ্তাহ ধরে পরিচালিত হবে। দৈনিক অধিবেশনের সর্বোচ্চ সময়কাল থাকবে তিন ঘণ্টা।

আরও পড়ুন: ছাত্রলীগ না করার কারণেই হল ছাড়তে হয়েছিল রাবি ছাত্র ইউনিয়নের সভাপতিকে

এর আগে, সেমিনারে ড. মো. শরিফুল ইসলাম স্বাগত বক্তব্যে বলেন, ‘বিশ্বায়নের এ যুগে টিকে থাকতে হলে তরুণ সমাজকে দক্ষ ও যুগোপযোগী করে তৈরি করতে হবে। সে লক্ষ্যে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে এ সেমিনার এবং ব্র্যাকের সাথে চুক্তি এক নবদিগন্ত উন্মোচন করবে।’

এতে অংশগ্রহণকারী বিভাগের শিক্ষার্থী কামরুজ্জামান কিরন বলেন, ‘ক্যারিয়ার ও দক্ষতাবিষয়ক সেমিনারগুলো বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর দক্ষতা ও জ্ঞানের পরিধিকে আরও বিস্তৃত করে। তথ্য প্রযুক্তির এই যুগে একজন শিক্ষার্থীর অ্যাকাডেমিক শিক্ষার সাথে সফট্ স্কিল এবং আইটি সেক্টরে জ্ঞান বৃদ্ধি করা অতীব জরুরি। এমন আয়োজনের জন্য আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এবং ব্র্যাককে ধন্যবাদ জানাই’

সেমিনারে ওসমান গণি বলেন, ‘ব্র্যাক বিশ্বের সবচেয়ে বড় এনজিও হিসেবে সম্মাননা পেয়েছে। ২০১২ সালে ব্র্যাকের স্কিল ডেভেলপমেন্ট কার্যক্রম শুরু হয়। আমরা দেশের বিভিন্ন জায়গায় স্বাস্থ্য ও বিভিন্ন দক্ষতা নিয়ে কাজ করে থাকি। সেটির লভ্যাংশ সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ব্যয় করি। বর্তমানে ২৪টি প্রজেক্ট উন্মোচন করেছি। আশা করছি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাথেও আমাদের পথচলা দারুণ হবে।’

সেমিনারে বিভাগটির শিক্ষার্থী রাউফু ইসলাম ইতুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মো. শরিফ হাসান, ব্র্যাক ইনস্টিটিউট অব স্কিলস ডেভেলপমেন্টের কেন্দ্রীয় লিড আশরাফুল আলম, সহযোগী কর্মকর্তা রহমান শিহাবসহ অন্যান্যরা। এতে বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

ট্যাগ: ব্র্যাক
ভর্তি পরীক্ষায় গণভোটে ‘হ্যাঁ’ ক্যাম্পেইন কুবি শিবিরের
  • ৩০ জানুয়ারি ২০২৬
সাদিক কায়েমের বক্তব্যে ছাত্রদল নেতা হামিমের প্রতিক্রিয়া
  • ৩০ জানুয়ারি ২০২৬
৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন
  • ৩০ জানুয়ারি ২০২৬
গাইবান্ধায় শিবির নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ,…
  • ৩০ জানুয়ারি ২০২৬
বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা, এক জেলায় বিএনপির-ছাত্রদল…
  • ৩০ জানুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে কর্মবিরতিতে যাচ্ছেন কর্মচারীরা
  • ৩০ জানুয়ারি ২০২৬