রাষ্ট্রপতির পদত্যাগ দাবি, বঙ্গভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি রাবি শিক্ষার্থীদের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ  © টিডিসি

রাষ্ট্রপতির পদত্যাগ, সর্বস্তরের আওয়ামী সন্ত্রাসী-কুশীলবদের বিচার ও নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি পালন করেন তারা।

ছাত্রলীগকে ক্যাম্পাসে নিষিদ্ধ, লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ ও গণহত্যার দোসরদের বিচারের দাবিও করেন তারা।

এ সময় ‘জ্বালো রে জ্বালো আগুন জ্বালো’, ‘দালালি না রাজপথ রাজপথ রাজপথ’, ‘আপস না সংগ্রাম? সংগ্রাম সংগ্রাম’, ‘অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’, ‘'লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘দড়ি ধরে মারো টান চুপ্পু হবে খান খান’, ‘আওয়ামী লীগের দালালিরা হুঁশিয়ার সাবধান’, ‘রায়হান সাকিব মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ’, ‘ডাউন ডাউন চুপ্পু’, ‘এক দুই-তিন চার চুপ্পু তুই গদি যার’, ‘লেজুড়বৃত্তির ঠিকানা এ ক্যাম্পাসে হবে না’, এসব স্লোগান দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ফাহিম রেজা রাষ্ট্রপতির পদত্যাগের আল্টিমেটাম দিয়ে বলেন, ‘চুপ্পু বিভিন্নভাবে আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টা করছেন। এই ক্যাম্পাসে আর কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চলবে না। আওয়ামী লীগের দোসররা বিভিন্ন সময় আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষকরা শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দিয়েছে আন্দোলনের সময়। তারা এখনো প্রশাসনের নানা দায়িত্বে রয়েছে‌ন। তাদের বহিষ্কার করতে হবে। প্রশাসন যদি ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আবারও শিক্ষার্থীরা মাঠে নামবে।’

আরও পড়ুন: শিক্ষার্থীদের তোপের মুখে পরীক্ষা দিতে পারলেন না রাবি ছাত্রলীগের সহ-সভাপতি

আরেক সমন্বয়ক মেহেদী সজীব বলেন, ‘সন্ত্রাসী আওয়ামী লীগ কোনোভাবেই এ দেশের রাজনীতি করার অধিকার রাখে না, অবিলম্বে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। লেজুড়বৃত্তির রাজনীতি নিষিদ্ধ করতে হবে। ছাত্রলীগের নিষিদ্ধের দাবিতে যদি শহিদ হতে হয় সেই শহিদ যেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে হয়। সেই শহিদের নাম যেন মেহেদী সজীব হয়। প্রশাসনকে বলতে চাই, খুনিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। হল প্রশাসনকে সন্ত্রাসীদের চিন্তিত করে ব্যবস্থা নিতে হবে। চুপ্পুকে বলতে চাই, তোমার মাতার গণভবন যেভাবে ঘেরাও করা হয়েছিল বঙ্গভবনও ঘেরাও করা হবে।’

এরপর বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর লিখিত দাবি হস্তান্তর করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।


সর্বশেষ সংবাদ