আওয়ামী লীগের ‘ফ্যাসিস্ট’ বিচারপতিদের অপসারণ দাবিতে চবিতে মানববন্ধন 

  © টিডিসি

আওয়ামী লীগের ‘ফ্যাসিস্ট’ বিচারপতিদের পদত্যাগ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীরা। 

বুধবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এসময় শিক্ষার্থীদের "আবু সাইদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ", "ফ্যাসিবাদের দোসর বিচারপতিদের পদত্যাগ চাই", "যাদের রক্তে ঘুমাও তুমি, তাদের খুনি মুক্ত কেন?" প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ করতে দেখা যায়।

ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, জুলাই অভ্যুত্থানে শহিদদের রক্ত দাগ এখনো শুকায়নি। অথচ গতকাল হাইকোর্টে খুনি ফ্যাসিস্টদের পক্ষে একদল আইনজীবীকে স্লোগান দিতে দেখা যায়। তাদের এই স্পর্ধা  আমাদের আশ্চর্য করে। খুনি হাসিনার দোসর বিচারপতিদের ইন্ধনে ফ্যাসিস্টদের দেশে পুনর্বাসন করা হচ্ছে। আমাদের শরীরের শেষ রক্তবিন্দু অবশিষ্ট থাকতে এটা মেনে নিতে পারি না। অবিলম্বে হাসিনার দোসর এসব বিচারপতির পদত্যাগ নিশ্চিত করতে হবে। অন্যথায় আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী অন্তর শফিউল্লাহ বলেন, অভ্যুত্থানের দুই মাস অতিবাহিত হলেও জুলাই-আগস্ট গণহত্যার কোনো বিচার আমরা এখনো পাইনি। অথচ ফ্যাসিস্টদের পুরোদমে পুনর্বাসন চলছে। যাদের ছত্রছায়ায় এসব চলছে তাদেরও বিচার করতে হবে। সাথে দ্রুত ফ্যাসিবাদের দোসর বিচারপতিদের অপসারণ করতে হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence