চবির সোহরাওয়ার্দী হলের ডাইনিং পরিচালনার দায়িত্বে শিক্ষার্থীরা

১৫ অক্টোবর ২০২৪, ১১:৩৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সোহরাওয়ার্দী হল (চবি)

সোহরাওয়ার্দী হল (চবি) © ফাইল ফটো

প্রথমবারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হলের ডাইনিং পরিচালনার দায়িত্ব পাচ্ছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৫অক্টোবর)  বিশ্ববিদ্যালয়ের হলে খাবারের মান যাচাইয়ে কর্তৃপক্ষের অভিযানে শিক্ষার্থীদের অভিযোগের সত্যতা পাওয়া গেলে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

জানা যায়, সন্ধ্যায় উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খানের নেতৃত্বে প্রক্টরিয়াল বডি ও হল প্রভোস্টকে সাথে নিয়ে সোহরাওয়ার্দী হল ডাইনিংয়ের রাতের খাবার পর্যবেক্ষণ করেন। এসময় তারা শিক্ষার্থীদের বেশকিছু অভিযোগের সত্যতা পান। পরবর্তীতে কর্তৃপক্ষ শিক্ষার্থীদের অভিযোগ আমলে নিয়ে ডাইনিংপরিচালনায় পরীক্ষামূলকভাবে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার অনুরোধ জানান। এসময় উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে ৭ জন শিক্ষার্থী প্রশাসনকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন। পরীক্ষামূলক এই কার্যক্রম সফলতার মুখ দেখলে প্রত্যেক মাসেই একদল শিক্ষার্থী পর্যায়ক্রমে ডাইনিং পরিচালনায় অংশগ্রহণ করবে। 

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, পুরো প্রক্রিয়াটি পরীক্ষামূলক পর্যায়ে আছে। আগামীকাল হল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সাথে আলাপ-আলোচনা করে পূর্ণাঙ্গ পরিচালনা পদ্ধতি ঠিক করবেন। কিছুদিন অতিবাহিত হওয়ার পর সার্বিক বিষয়গুলো বিবেচনা করে একটি পূর্ণাঙ্গ পরিচালনা পদ্ধতি ঠিক করা সম্ভব হবে।

ট্যাগ: চবি
ভোরে শক্তিশালী বোমা বিস্ফোরণ, প্রাণ গেল একজনের
  • ০৮ জানুয়ারি ২০২৬
ডাকসু থেকে জকসু: ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের জয়রথ থামল না
  • ০৮ জানুয়ারি ২০২৬
‘অপরাধীদের আশ্রয় দিতে দিতে ভারত এশিয়ার ডাস্টবিনে পরিণত হয…
  • ০৮ জানুয়ারি ২০২৬
পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নিয়ে নতুন নির্দেশনা
  • ০৮ জানুয়ারি ২০২৬
ভেনেজুয়েলার তেল বিক্রয় ‘অনির্দিষ্টকাল’ নিয়ন্ত্রণ করবে যুক্ত…
  • ০৮ জানুয়ারি ২০২৬
হাদি-বিশ্বজিত-খালেদা জিয়া ও জুলাই শহীদদের বিজয় উৎসর্গ করলেন…
  • ০৮ জানুয়ারি ২০২৬