ঢাবির শীত ও গ্রীষ্মকালীন ছুটি কমছে ১৭ দিন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেশনজট নিরসন ও একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে শীত ও গ্রীষ্মকালীন ছুটি কমিয়ে দেওয়া হয়েছে। শীত ও গ্রীষ্ম মিলিয়ে মোট ১৭ দিনের ছুটি কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একাডেমিক ক্যালেন্ডার কমিটির সুপারিশক্রমে উদ্ভুত পরিস্থিতিতে তৈরি হওয়া সেশনজট নিরসন ও একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাে পরিচালনার স্বার্থে লস রিকোভারি প্ল্যান অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি ডিসেম্বর ৮ ২২, ২০২৪ তারিখের পরিবর্তে ডিসেম্বর ৮- ১৯, ২০২৪ তারিখ পর্যন্ত এবং গ্রীষ্মকালীন ছুটি জুন ১-২৬, ২০২৫ তারিখের পরিবর্তে জুন ১-১২, ২০২৫ তারিখ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ থেকে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত মোট ৯ দিনের ছুটিতে গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।


সর্বশেষ সংবাদ