জাবিতে সপ্তাহব্যাপী নাট্যপার্বণ শুরু শনিবার 

  © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শনিবার (২৮ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ‘নাট্যপার্বণ-২০২৪’। ‘রক্তিম‌ রজ্জু ছিঁড়ে রাঙ্গুক পৃথিবী’ স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর থিয়েটারের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে এ নাট্যপার্বণ চলবে ৫ অক্টোবর পর্যন্ত।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) জাহাঙ্গীরনগর থিয়েটারের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম মেঘ তথ্যটি দ্যা ডেইলি ক্যাম্পাস কে নিশ্চিত করে।

তিনি আরও জানান, প্রতিষ্ঠার ৪৪ বছরের ধারাবাহিকতায় এবারের নাট্যপার্বণে মোট ছয়টি নাটক পরিবেশিত হবে। এর মধ্যে ২৯ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রযোজিত নাটক ‘হায়েনার খাঁচায় বদ্ধ জীবন’, ৩০ সেপ্টেম্বর ওপেন স্পেস থিয়েটার প্রযোজিত ‘দ্যা আর্ট’, ০২ অক্টোবর এক্টোম্যানিয়া প্রযোজিত ‘হ্যামলেট মেশিন’, ০৩ অক্টোবর প্রাচ্যনাট প্রযোজনায় ‘পুলসিরাত’, ০৪ অক্টোবর জাহাঙ্গীরনগর থিয়েটার প্রযোজিত ‘দ্বিতীয় মৃত্যুর আগে’ এবং ০৫ অক্টোবর আরশিনগর প্রযোজিত মঞ্চনাটক ‘সিদ্ধার্থ’ মঞ্চায়িত হবে।

আরও পড়ুন: পেছাল জাবির প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ

এছাড়া নাট্যপার্বণে আবুল মনসুরকে গুণীজন এবং জিয়াউল হককে নাট্যজন সম্মাননা প্রদান করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, ১৯৮০ সালে জাহাঙ্গীরনগর থিয়েটার প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে জাহাঙ্গীরনগর থিয়েটার সর্বমোট ১১৪টি নাটকের প্রায় চার শতাধিক সফল মঞ্চায়ন করেছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence