শিবিরের নামে রগকাটার কোনো ‘ডকুমেন্ট’ পাওয়া যাবে না: ঢাবি সেক্রেটারি

এস এম ফরহাদ
এস এম ফরহাদ  © ফাইল ছবি

ছাত্র শিবিরের নামে রগকাটার কোনো 'ডকুমেন্ট' পাওয়া যাবে না, বরং ইন্টারনেটে খুঁজলে ছাত্রলীগের নাম আসবে বলে দাবী করেছেন ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি এস এম ফরহাদ। তিনি বলেন, কোটা সংস্কার ও সরকারবিরোধী আন্দোলনে কারো ক্রেডিট নেয়াটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্পিরিটের সাথে যায় না। নিজের রাজনৈতিক পরিচয় প্রকাশের পর প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে হাজির হলেন তিনি। 

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাবির টিএসসিতে সংবাদ সম্মেলনে এস এম ফরহাদ এসব কথা বলেন। এসময় তিনি বলেন, হত্যার ভয়ে শিবির নেতাকর্মীদের পরিচয় গোপন রাখতে হয়েছিল। আন্দোলনে ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। ‘এখানে কারো একক কৃতিত্ব নেয়ার সুযোগ নেই।’ 

তিনি আরও বলেন, ছাত্র শিবিরের নেতাদের গুম, ক্রসফায়ার, মিথ্যা মামলা ও রিমান্ডের বিষয়ে প্রশ্ন না তুলে কেন পরিচয় প্রকাশে করেনি ‘এই প্রশ্ন করা মজলুমের ওপর আবারো নতুন করে জুলুম’ বলে মন্তব্য করেন এস এম ফরহাদ। 

ফরহাদ বলেন, রগকাটা বিষয়টি শিবিরের সঙ্গে এত জড়িত কেন- সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ফরহাদ বলেন, ‘সহজ করে বললে রগকাটা লিখে গুগলে সার্চ করলে দেখবেন সব ক্রাইমে ছাত্রলীগের নাম। শিবিরের নামে কোনো ডকুমেন্ট পাবেন না। ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত করতে গিয়ে শিবিরের নামে নানা ধরনের ট্যাগ দেয় আওয়ামী লীগ।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence