চবির নতুন প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার

অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ
অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ  © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন প্রক্টর হিসেবে আগামী এক বছরের জন্য নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম মোতাবেক প্রদেয় ভাতা ও অন্যান্য সুবিধাদিসহ যোগদানের তারিখ হতে ০১ (এক) বছরের জন্য প্রক্টর নিয়োগ করা হলো।

আরও পড়ুন: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ঢাবি অধ্যাপক হায়দার আলী

নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট এবং ভিসি মহোদয়ের প্রচেষ্টাকে মিল রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে প্রতিযোগিতাপূর্ণ গড়ে তোলার চেষ্টা করবো। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পূর্বের ইমেজ ফিরিয়ে আনা, পড়াশোনার পরিবেশ এবং গবেষণায় জোর দেওয়াসহ বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে শতভাগ আমাদের প্রচেষ্টা থাকবে। 


সর্বশেষ সংবাদ