ঢাবির ক্লাস শুরু রোববার, ‘ছাত্রলীগে সতর্কতা’সহ ৪ প্রস্তাব হাসনাতের

হাসনাত আবদুল্লাহ
হাসনাত আবদুল্লাহ  © সংগৃহীত

দেশের বিশ্ববিদ্যালয়গুলো সন্ত্রাসী, হামলাকারী ও অপরাধীমুক্ত হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে চারটি প্রস্তাব দিয়ে এক পোস্ট করেন তিনি।

তিনি লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খোলা হচ্ছে ২২ সেপ্টেম্বর রোববার। দেশজুড়ে অন্যান্য ক্যাম্পাসও দ্রুত খোলা হবে। শিক্ষার্থীরা কোনো হামলাকারীর সঙ্গে ক্লাস ও পরীক্ষায় বসতে পারে না।’

প্রশাসনকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রলীগের নৃশংস হামলাকারীদের বিরুদ্ধে এখনো কোনো মামলা করা হয়নি। প্রশাসনিকভাবে কোনো আইনি ব্যবস্থাও নেওয়া হয়নি। তাই জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের ওপর প্রকাশ্যে হামলায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসনকে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

তিনি বলেন, ‘গত ১৬ বছরে ক্যাম্পাসে অনেকেই ফ্যাসিস্ট খুনি হাসিনার গুন্ডা বাহিনীর দ্বারা নির্যাতিত হয়েছে। হাসিনার অত্যাচারী শাসনামলে ছাত্রদল, ছাত্রশিবির কিংবা অন্যান্য রাজনৈতিক দলের যারা তার বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে গেছেন, গণতন্ত্র, ন্যায় ও সত্যের পক্ষে কথা বলেছেন, তারা অনেকেই নির্বিচারে মামলার শিকার হয়েছেন। অতীতে যারা শেখ হাসিনার স্বৈরতন্ত্র টিকিয়ে রাখতে লাঠিয়াল হিসেবে গণতন্ত্রের পক্ষে কথা বলা ব্যক্তিদের ওপর নির্যাতন করেছেন।’


সর্বশেষ সংবাদ