ঢাবিতে শুরুতেই আন্দোলনকারীদের স্লোগান ছিল ‘তুমি কে, আমি কে? রাজাকার, রাজাকার’

১৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫১ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:২৬ PM
১৪ জুলাই রাত ১০টার পর মাস্টার দা সূর্যসেন হল থেকে এই স্লোগানটি শুরু হয়

১৪ জুলাই রাত ১০টার পর মাস্টার দা সূর্যসেন হল থেকে এই স্লোগানটি শুরু হয় © সংগৃহীত

গত ১৪ জুলাই বিকেলে চীন সফর নিয়ে গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন তুলে বলেছিলেন, “সরকারি চাকরিতে বীর মুক্তিযোদ্ধার নাতি-পুতিরা কোটা সুবিধা পাবে না, তাহলে কি রাজাকারের নাতি-পুতিরা কোটা সুবিধা পাবে?”। তার এমন মন্তব্যের জেরে তাৎক্ষণিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলে বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ শিক্ষার্থীরা। সেদিন রাত ১০টার পর বিশ্ববিদ্যালয়ের হল পাড়া থেকে সর্বপ্রথম এই স্লোগান শুরু হয়। এসময় প্রধানমন্ত্রীর উক্তিকে ঘিরে তাদের মুখে মুখে স্লোগান ছিল ‘‘তুমি কে, আমি কে? রাজাকার, রাজাকার’।

আরও পড়ুন: কোটা সুবিধা কি রাজাকারের নাতি-পুতিরা পাবে, প্রশ্ন প্রধানমন্ত্রীর

সে ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সেদিন রাত ১০টার পর প্রথমে মাস্টার দা সূর্যসেন হল থেকে এই স্লোগানটি শুরু হয়। পরে হল পাড়ার এরপর একের পর এক হল থেকে এই স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। এরমধ্যে ছিল বিজয় একাত্তর ও কবি জসিম উদ্দিন হল উল্লেখযোগ্য।

পরে রাত ১১টার দিকে বিভিন্ন হল থেকে বের হয়ে শিক্ষার্থীরা প্রতিবাদী মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের দিকে আসতে শুরু করেন। পরে সবাই একসঙ্গে মিছিল আর স্লোগানে স্লোগানে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন তারা।

বিক্ষোভ মিছিলের পুরো সময়জুড়ে শিক্ষার্থীদের মুখে বিভিন্ন স্লোগান শোনা গেছে। দ্যা ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধিদের তথ্যমতে উল্লেখ্য স্লোগানগুলো ছিল- ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’; কোটা না মেধা, মেধা-মেধা’; ‘তুমি কে, আমি কে, রাজাকার! রাজাকার!’; ‘লাখো শহীদের রক্তে কেনা, দেশটা কারো বাপের না’; 'স্বৈরাচার, স্বৈরাচার', ‘তুমি কে, আমি কে, রাজাকার! রাজাকার!, কে বলেছে কে বলেছে, সরকার! সরকার!’।

আরও পড়ুন: যে স্লোগানে বিক্ষোভ, প্রতিবাদ করলেন শিক্ষার্থীরা

এ ঘটনার দুই মাস পূর্তিতে আজ রবিবার (১৫ সেপ্টেম্বর) কে বা কারা প্রথমে স্লোগানটি দিয়েছিলেন, কোন স্লোগানটি ছিল সেটি নিয়ে ফেসবুকে বির্তক শুরু হয়েছে। কেউ কেউ বলছেন ‘‘তুমি কে, আমি কে? রাজাকার, রাজাকার” স্লোগানটি প্রথমে দিয়েছিল শিক্ষার্থীরা। আবার কেউ কেউ বলছেন, ‘‘তুমি কে, আমি কে? রাজাকার, রাজাকার/কে বলেছে কে বলেছে/স্বৈরাচার স্বৈরাচার” এই স্লোগানটি প্রথমে শিক্ষার্থীদের মুখে শোনা গিয়েছিল।

সেদিন রাত ১০টা ৪৯ মিনিটে দ্য ডেইলি ক্যাম্পাসে ‘রাতে উত্তপ্ত ঢাবি ক্যাম্পাস, শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক (ভিডিও)’ শীর্ষক এক প্রতিবেদন প্রকাশিত হয়। তাতে বলা হয়, ‘‘সরেজমিনে দেখা যায়, হল পাড়ার প্রায় হাজার শিক্ষার্থী একত্রিত হয়েছে। এসময় তারা বিজয় একাত্তর হলে ঢুকতে চাইলে ছাত্রলীগের বাধার সম্মুখীন হয়। কিন্তু বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ছাত্রলীগের ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে সমর্থকদের নিয়ে আসে। রাত ১১টার পর রিপোর্ট লেখা পর্যন্ত আন্দোলনকারীরা মিছিল নিয়ে টিএসসির দিকে যাত্রা শুরু করছে।’’

‘‘এদিকে, কয়েকটি হলে শিক্ষার্থীদের বের হতে ছাত্রলীগের নেতাকর্মীদের বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জানতে চাইলে আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, হলের ছাত্রলীগ নেতাদের কাছ থেকে এমন আচরণ অপ্রত্যাশিত। এটা ছাত্রদের অধিকারের লড়াই। এ লড়াইয়ে আমরা আপোসহীন।’’

‘‘বিজয় একাত্তরের হল ছাত্রলীগের শীর্ষ পদ প্রত্যাশী সাইদুর রহমান শরীফ বলেন, আমরা কাউকে বাধা দেইনি। যারা আন্দোলনে যেতে চায় তারা যাবে আমরা তাদের বাধা দেইনা। কিন্তু আন্দোলনকারীরা হলের অভ্যন্তরে প্রবেশ করতে চাইছে আমরা সেখানেই বাধা দিতে চেয়েছি। এসময় আন্দোলনকারীদের মুখে, তুমি কে আমি কে রাজাকার রাজাকারসহ নানা স্লোগান শোনা যায়।’’

আরও পড়ুন: রাতে উত্তপ্ত ঢাবি ক্যাম্পাস, শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক (ভিডিও)

এদিকে, জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন ফেসবুকে লিখেন, "তুমি কে আমি কে রাজাকার রাজাকার" এই স্লোগানে যে শক্তি, বিদ্রোহ, প্রত্যাখান ছিল সেটা আর কোনও স্লোগানে ছিল না৷ ঢাবির হলগুলোতে এই স্লোগানই স্বৈরাচারের ভিত কাঁপিয়ে দিয়েছিল। সারাদেশে আওয়ামী চেতনার অত্যাচার এর বিরুদ্ধে মানুষ এই স্লোগান নিয়ে দাঁড়িয়ে গিয়েছিলো৷ এটাই ইতিহাসের সব থেকে বড় সত্য। 

আমজাদ হোসেন হৃদয় নামে ঢাবি ক্যাম্পাসে সাংবাদিকতা করেন এমন একজন লিখেছেন, ১৪ জুলাই, রাত ১০টার দিকে সর্বপ্রথম স্লোগান শুরু হয় হল পাড়া থেকে। সম্ভবত সূর্যসেন হল থেকে। স্লোগান ছিল- “তুমি কে আমি কে? রাজাকার রাজাকার”। হল পাড়া থেকে শুরু হয়েছে এটা সবাই জানে। রাজাকার স্লোগান যখন জাস্টিফাই শুরু হলো তখন ছাত্রদলের ছেলেরা ১৫ জুলাই প্রথম প্রহরে স্লোগানকে মডিফাই করলো এভাবে, “তুমি কে আমি কে/রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার”।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম সেই রাতে ঢাবি ক্যাম্পাসের বিক্ষোভের একটি ভিডিও দিয়ে তিনটি স্লোগান সঙ্গে যুক্ত করে লিখেন, ১৪ জুলাই ২০২৪ এবং একটি ইতিহাস! তার মতে স্লোগানগুলো হচ্ছে-“তুমি কে আমি কে? রাজাকার রাজাকার“, “কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার”, “চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার”।

বিইউপির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ২০ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
  • ২০ জানুয়ারি ২০২৬
শহীদ আসাদের স্মৃতিস্তম্ভে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন
  • ২০ জানুয়ারি ২০২৬
ঝালকাঠিতে নিখোঁজ নারীর মরদেহ সুগন্ধা নদীর পাড় থেকে উদ্ধার 
  • ২০ জানুয়ারি ২০২৬
রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটে চোখ সিলেটের
  • ২০ জানুয়ারি ২০২৬
নির্বাচন ঘিরে নতুন বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক রূপরেখা …
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9