ফুল দিয়ে শুভেচ্ছা না জানানোর অনুরোধ জাবির নতুন ভিসিরও
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৪ PM , আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৩ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাসানকে ফুল দিয়ে শুভেচ্ছা না জানানোর অনুরোধ জানিয়েছেন। আজ শনিবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাসান উপাচার্য হিসেবে বিশ্ববিয়ালয়ের সিনেট হলে যোগদান করবেন।
যোগদানের পর উপাচার্যের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণের সাথে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনা শেষে বেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক নবনির্মিত ছাত্র-জনতার শহীদ স্মৃতিস্তম্ভে এবং বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন। অতঃপর তিনি জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।
আরও পড়ুন: জাবির নতুন ভিসি কামরুল আহসান, কে এই অধ্যাপক?
এর আগে, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ১১(২) ধারা অনুযায়ী ড. মোহাম্মদ কামরুল আহসানকে এ পদে নিয়োগ দেয়া হয়।
প্রসঙ্গত, সম্প্রতি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার। এরপর তাকেও ফুল দিয়ে শুভেচ্ছা না জানানোর অনুরোধ জানিয়েছিলেন ড. নিয়াজ আহমেদ খান নিজেই।