আজ সন্ধ্যায় জাবিতে মেহফিল-এ ইনকিলাব

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

‘জুলাই বিপ্লব-২০২৪’ এর সকল শহীদদের স্মরণে বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মেহফিল-ই ইনকিলাব’ ব্যানারে সাংস্কৃতিক ও কাওয়ালি সন্ধ্যা।

এ আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি ঢাকার ‘ওয়ান এম্পায়ার’ টিম বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের দর্শক মাতাবেন বলে দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন আয়োজকরা। সাংস্কৃতিক এ সন্ধ্যায় কাওয়ালি গানের পাশাপাশি  বিপ্লবী গান, নজরুল সংগীতসহ ও বিভিন্ন আবৃত্তিও থাকবে বলে জানিয়েছেন তাঁরা। অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আদ দীন মুক্তমঞ্চে।

কাওয়ালি সন্ধ্যার আয়োজন নিয়ে ‘বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চ’ এর অন্যতম সদস্য আহসান লাবিব দ্যা ডেইলি ক্যাম্পাস বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আমাদের এই আয়োজন। পাশাপাশি আমরা দেখেছি গত ১৫ বছরে স্বৈরাচার আমাদের নজরুলের যে কাওয়ালি সংস্কৃতি সেটাকে দমন করে রেখেছিলো। আমরা আমাদের সুস্থ সংস্কৃতিকে ফিরিয়ে আনতে চাই। সংস্কৃতি চর্চার স্বাধীনতা উপভোগ করতে চাই।

আরও পড়ুন: নির্মাণাধীন ভবনের ইটের আঘাতে আহত বুয়েটছাত্র আইসিইউতে

তিনি আরও বলেন, এ অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত। এই আয়োজনে আমাদের শিক্ষক মহোদয়গণ, শিক্ষার্থীরা এবং ক্যাম্পাসের আশপাশের সবাইকে নিয়েই আমরা অনুষ্ঠানটি আয়োজন করবো। আশা করি সবকিছু সুন্দরভাবে আয়োজন করতে পারবো।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চ এই সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করবে বলে জানা গেছে।


সর্বশেষ সংবাদ