চাঁদাবাজির প্রতিবাদ করায় হামলার শিকার ঢাবি সাংবাদিক সমিতির সভাপতিসহ তিনজন

০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১১ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫২ PM
হামলায় আহত একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

হামলায় আহত একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। © টিডিসি ফটো

রাজধানীর বঙ্গবাজার এলাকায় শপিং মার্কেটে সিন্ডিকেটের চাঁদাবাজির প্রতিবাদ করায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সভাপতি আল সাদী ভূঁইয়াসহ বেশ কয়েকজনের ওপর হামলা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে বঙ্গ-ইসলামিয়া সুপার মার্কেটে এ ঘটনা ঘটেছে। পরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আল সাদী ভূঁইয়া ছাড়া আহত আরেকজন হলেন মো. নাহিদ। তিনি জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত। এছাড়া হামলায় এক ব্যবসায়ীও আহত হয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে আল সাদী ভূঁইয়া দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সেখানকার আওয়ামী লীগের লোকজন বিএনপির লোক সেজে হামলা করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন শাওন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, হামলার খবর শুনে আমরা আহত দুইজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এসেছি। বর্তমানে তারা চিকিৎসা নিচ্ছেন। আমরা এ ঘটনার নিন্দার পাশাপাশি বিচারও দাবি করছি।

এই হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে আজ রাত সাড়ে ৮টায় ঢাবির রাজু ভাস্কর্যে ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশ হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ফেসবুকের এক পোস্ট এ তথ্য জানান। তিনি জানান, বাকস্বাধীনতার ওপর হস্তক্ষেপ ছাত্র-জনতা মেনে নেবে না।

বছর শেষে দুঃসংবাদ পেলেন এমবাপে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
মেট্রো স্টেশনের প্লাটফর্মেও খালেদা জিয়ার জানাজা আদায় করলেন …
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবেন : মাসুদ সাঈদী
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ছাত্রীনিবাস থেকে রাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ৩১ ডিসেম্বর ২০২৫
কঠিনতম বক্তৃতাতেও বেগম জিয়ার রাজনৈতিক সংস্কৃতি থেকে সরলেন ন…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
‘বাবাকে গ্রেফতারের পর নিয়মিত আমাদের খোঁজখবর নিতেন খালেদা জি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫