ঢাবির নতুন প্রক্টর সহযোগী অধ্যাপক কাজী সাইফুদ্দীন আহমেদ

  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক মাকসুদূর রহমান ও পুরো প্রক্টোরিয়াল বডির পদত্যাগের পর দীর্ঘদিন প্রক্টরহীন বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেলেন শান্তি ও সংঘর্ষ বিভাগের সহযোগী অধ্যাপক কাজী সাইফুদ্দীন।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-২) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ঢাবি উপাচার্য সহযোগী অধ্যাপক সাইফুদ্দীনকে কাজে যোগদানের তারিখ থেকে প্রচলিত শর্তে পুনরাদেশ না-দেওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করেছেন। এ জন্য তিনি বিধি মোতাবেক ভাতা ও সুবিধাদি প্রাপ্য হবেন। এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে যে কোন সময়ে এ নিয়োগ বাতিল করা যাবে।


সর্বশেষ সংবাদ