জাবি বন্ধ ঘোষণার পর প্রশাসনিক ভবন অবরোধ আন্দোলনকারীদের
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ১২:৫০ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৪, ০১:০৫ PM
চলমান কোটা সংস্কার আন্দোলনের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বুধবার (১৭ জুলাই) থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীদের আজ বিকেল ৪টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (১৭ জুলাই) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভা শেষে দুপুর ১২টার দিকে এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে। তবে প্রশাসনের এ নির্দেশনা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা।
অফিস আদেশে বলা হয়েছে, গত ১৪, ১৫ ও ১৬ জুলাই কোটা (সংস্কার) আন্দোলনের কারণে সংঘটিত বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। তবে বিশ্ববিদ্যালয়ের অফিস যথারীতি খোলা থাকবে।
এতে আরও বলা হয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আজ ১৭ জুলাই বিকেল ৪টার মধ্যে আবাসিক হল ত্যাগের নির্দেশ দেয়া হলো।
এদিকে, তবে জাবি প্রশাসনের ক্যাম্পাস ও হল বন্ধের নির্দেশনা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তাদের প্রশাসনিক ভবনে অবরুদ্ধ করে বিক্ষোভ শুরু করেছেন।