ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতে ফের সংঘর্ষ, চলছে ধাওয়া-পাল্টা ধাওয়া

১৫ জুলাই ২০২৪, ০৮:৪৫ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৬ AM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনভর ছাত্রলীগ ও আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর রাতেও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। সোমবার (১৫ জুলাই) রাত ৮টা ৫ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দিক থেকে ধাওয়া করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

তারা চাঁনখারপুল পর্যন্ত শিক্ষার্থীদের ধাওয়া দেন। অন্যদিকে ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ হলের সামনে থাকা আন্দোলনরত শিক্ষার্থীরাও ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া দেন।

সরেজমিন দেখা যায়, এসময় উভয়পক্ষেই উত্তপ্তকর পরিস্থিতির সৃষ্টি হয়। শহীদুল্লাহ্ হল থেকে ৩০ গজ দূরত্বে থাকা পুলিশ সদস্যরাও এসময় সামনের দিকে আসতে থাকেন। উভয়ের হাতেই লাঠিসোঁটা দেখা যায়।

এর আগে কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়।  

এদিকে হলে হলে আন্দোলনকারী ও বাধা প্রদানকারী সকলকে সহাবস্থানের পরিবেশ তৈরির সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হল প্রাধ্যক্ষরা। এছাড়াও হল বন্ধের কোনো নির্দেশনা নেই বলে জানিয়েছেন প্রাধ্যক্ষরা।   

সোমবার (১৫ জুলাই) বিকেলে উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের বাসভবনে অনুষ্ঠিত প্রভোস্ট কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন একাধিক হলের প্রাধ্যক্ষ। 

কবি জসীম উদদীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শাহীন খান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে যাতে করে সকল শিক্ষার্থী হলে সহাবস্থান করতে পারে। কেউ যেন কারো থাকতে বাধা প্রদান না করতে পারে সেই পরিবেশ তৈরি করা। যারা আন্দোলনে যাচ্ছে বা যারা বাধা দিচ্ছে সবাই নির্বিঘ্নে যাতে হলে থাকতে পারে সেই পরিবেশ তৈরি করা।

দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১১ দলীয় জোট বিজয়ী হলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত হবে: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
​পটুয়াখালী-৩: নুর ও মামুনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জেলা কারাগার থেকে হাজতির পলায়ন, ডেপুটি জেলারসহ বরখাস্ত ৮
  • ৩১ জানুয়ারি ২০২৬